আলাপ:কিনশাসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: NusJaS কর্তৃক ১ বছর পূর্বে "সংশোধন প্রয়োজন" অনুচ্ছেদে

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

সুপ্রিয় @NusJaS, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার অনুবাদ যথেষ্ট ভালো হয়েছে। তবে জমাদানকৃত নিবন্ধে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যেমন-

  1. শীর্ষ অনুচ্ছেদের তথ্যছকটির অসম্পূর্ণ অনুবাদ এবং চিত্রের ক্যাপশনটি অগোছালো ধরনের। আপনি জলবায়ু উপশিরোনামের তথ্যছকটি শেষের দিকে অনুবাদ করেননি। উপাসনালয় অনুচ্ছেদে চিত্র যুক্ত করেননি। অর্থনীতি অনুচ্ছেদের প্রথম অংশটি বাদ দিয়েছেন, এটি যুক্ত করুন। বহিঃসংযোগ অনুচ্ছেদটির অসম্পূর্ণ অনুবাদ।
  2. কিছু বাক্যে বেশ সমস্যা রয়েছে। উদাহরণস্বরূপ– ২০০৭-২০০৮ সালে চীন ও কঙ্গো ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার এর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এটি অবকাঠামো উন্নয়নে বিলিয়ন ঋণ।— বাক্যটি ইংরেজি সংস্করণটি পড়ে স্পষ্ট ও সাবলীল করে লিখুন; কঙ্গোর সেন্ট্রাল ব্যাঙ্কের সদর দপ্তর রয়েছে বুলেভার্ড কর্নেল শ্যাটশিতে, লরেন্ট কাবিলার সমাধি এবং রাষ্ট্রপতির প্রাসাদ থেকে রাস্তার ওপারে।, কঙ্গো মোহনার সমুদ্র বন্দর মাতাদিতে সড়ক ও রেল যোগাযোগ রয়েছে ১৫০ কিমি (৯৩ মা) আটলান্টিক মহাসাগর থেকে।, যাইহোক, নিউ জাপান প্রো রেসলিং- এ থাকাকালীন সময়ে এই পদক্ষেপের নামকরণ করা হয়েছিল আগে বোমায়ে— বাক্যগুলি গুছিয়ে প্রাঞ্জল ও সাবলীল করে লিখুন।
  3. উল্লেখযোগ্য ব্যক্তি অনুচ্ছেদটিতে যদিও কোনো লিখা নেই তাই আরও দেখুন টেমপ্লেটটি যুক্ত করে দিন।
  4. এক্সট্রাপোলেশন এর বাংলা প্রতিশব্দ লিখুন।

দয়া করে আগামী দিনের মধ্যে উপরোল্লিখিত সমস্যাগুলো সংশোধন করে আমাকে জানাবেন। –– মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৮:৪২, ৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ হাসানুর রশিদ সবগুলোই করেছি। * NusJaS - আলাপ ১২:০৭, ৯ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন