আলাপ:কালনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৫ বছর পূর্বে

আমি কিছুদিন আগে কালনা গিয়েছিলাম । সেখানে ১০৮ শিবমন্দির দেখেছি । কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে মন্দিরগুলির কেন্দ্রে দাঁড়ালে সবগুলির শিবলিঙ্গ একসাথে দেখা যায় । কিন্তু এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি । মন্দির চত্বরের ঠিক মাঝে দাঁড়ালে শুধুমাত্র ভিতরের বৃত্তের মন্দিরগুলির শিবলিঙ্গ দেখা যেতে পারে । কিন্তু ভিতরে দাঁড়িয়ে বাইরের মন্দিরগুলির শিবলিঙ্গ দেখা যায় না । কারণ ভিতরের বৃত্তটি বাইরের মন্দিরগুলিকে ঢেকে দেয় । তবে ভালো করে দেখে আমার মনে হয়েছে যে হয়ত আগে ভিতরের বৃত্তের মন্দিরগুলির মধ্যে কিছুটা ফাঁক ছিল যার ভিতর দিয়ে বাইরের বৃত্তের মন্দিরগুলির শিবলিঙ্গ দেখা যেত । সেই ফাঁক এখন বুজিয়ে দেওয়া হয়েছে । যদি কেউ এই বিষয়ে আলোকপাত করেন ভাল হয় পিয়াল ১৪:২২, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আপনি যেটা অনুমান করেছেন হয়তো সেটিই ঠিক। জ্যামিতিক গঠনের জন্যই এই রকম হয়ে থাকে। মিশরের কোনো কোনো পিরামিড ও মন্দিরেও এইভাবে বছরের বিভিন্ন দিনে বিভিন্ন দিক থেকে সূর্যরশ্মি ঢোকার ব্যবস্থা রাখা হতো বলে ডিসকভারি চ্যানেলে দেখেছি। সেটাও সম্ভব হতো খুব চতুর জ্যামিতিক স্থাপত্যবিন্যাসের সাহায্যে। --অর্ণব দত্ত ১৫:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন