আলাপ:কল্পকাহিনী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৩ বছর পূর্বে "কাহিনী বানান" অনুচ্ছেদে

কাহিনী বানান[সম্পাদনা]

আমি সারাজীবন পড়ে এসেছি, দেখে এসেছি, লিখে এসেছি "কাহিনী"। সারা জীবন বাংলা অভিধানে দেখে এসেছি "কাহিনী"। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানে দেখছি লেখা আছে "কাহিনী" আর বিকল্প বানান "কাহিনি"। বলাই বাহুল্য "কাহিনি" ইদানিং জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও যদি গুগলে অনুসন্ধান দেন, তাহলে "কাহিনী" দিয়ে সন্ধান করলে বহুগুণ বেশি ফলাফল আসবে। অর্থাৎ আজ অবধি কাহিনী-ই বেশি প্রচলিত বানান। বাংলা সাহিত্যের বিংশ শতকের প্রায় সমস্ত লেখাতেই কাহিনী বানান ব্যবহৃত হয়েছে, কাহিনি নয়। আমি জানি না কবে থেকে "কাহিনি" জনপ্রিয়তা লাভ করা শুরু করল। যাই হোক, ভাষা তার নিজ গতিতে আগাতেই পারে। কিন্তু এখন পর্যন্ত কাহিনী-ই বেশি প্রচলিত। তাই সেটাতে সরিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৪৪, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি বিজ্ঞান কল্পকাহিনী নিবন্ধটি উল্লেখ করে "কল্পকাহিনি" শব্দ বিদ্যমান এমন বিষয়শ্রেণীগুলোকে স্থানান্তর শুরু করেছিলাম। কয়েকটা করেও ফেলেছিলাম। পরে মনে হলো কাজটি করার আগে আরো আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে নেয়া প্রয়োজন। পরে খুঁজতে গিয়ে এই মন্তব্যটি পেলাম। স্থানান্তর করা বিষয়শ্রেণীর বেশীরভাগই @Moheen: ভাইয়ের তৈরী। তাই মহীন ভাইয়ের মন্তব্য চাচ্ছি। —ইয়াহিয়া (আলাপঅবদান) ১৪:৩১, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
যে কোন একটা বানানে সব বিষয়শ্রেণী থাকা উচিত। ~মহীন (আলাপ) ১৫:২৩, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Moheen এবং Zaheen: মূল নামস্থান ও বিষয়শ্রেণীতে কাহিনী শব্দটির ব্যবহারই বেশী। তাহলে কি কাহিনী নামেই সবগুলো (কাহিনি বানানে মাত্র অল্প কয়েকটি আছে) স্থানান্তর করা যেতে পারে? আবার WP:বানান -এ কিন্তু কাহিনি ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।—ইয়াহিয়া (আলাপঅবদান) ১৬:৪০, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
কোনটাই ভুল নয়। তবে যেহেতু কাহিনির তুলনায় কাহিনী এখনো বেশি প্রচলিত, আময়ার মত হল যেটি যে বানানে উইকিতে তৈরি হয়েছে, ওটি রেখে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১১, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ সকলকে। তাহলে আমি বিষয়শ্রেণীগুলো "কল্পকাহিনী" শিরোনামে স্থানান্তর করে নিচ্ছি। বাকি কাজ নকিব বট করে দিবে।—ইয়াহিয়া (আলাপঅবদান) ১৭:৪০, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন