আলাপ:ওপেক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুটো প্রশ্ন। ক. ওপেক ১৯৭০ সাল থেকে তেল রপ্তানীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যদিও এর জন্ম আরও বছক দশেক আগে। ভূমিকা তো আগের থেকেই রাখছে বলে জানি, কিন্তু সেটা ১৯৭০ কেন? এবং এই তথ্যের কোনো সূত্র নেই। এক্ষেত্রে উইকিতে সাধারণত কী করা হয়? তথ্যটি কি থাকবে? খ. কোনো ভুক্তির যদি কোনো আলোচনা না থাকে সেক্ষেত্রে আলাপ পাতা টেমপ্লেটটি ব্যবহার করা কি বাধ্যতামূলক? নাকি এটাই নিয়ম? গৌতম (আলাপ) ১৬:৪৪, ৬ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্যে ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে -
ক. ওপেক হাইলাইটে আসে ১৯৭৩ সালে তেল কূটনীতির জন্যে। সুতরাং বাক্যটি হতে পারে ওপেক ১৯৭৩ সাল থেকে তেল রপ্তানীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অথবা, ওপেক ১৯৭০-এর দশকের শুরুতে তেল রপ্তানীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যসূত্র রয়েছে এবং তা ইংরেজি উইকিতে। বিস্তারিত দেখুন এখানে
অনেক নিবন্ধই দেখবেন অসম্পূর্ণ বা ভুল রয়েছে। সেক্ষেত্রে অসম্পূর্ণ নিবন্ধকে একটি-দু'টি বাক্য জুড়ে ধীরে ধীরে সম্পূর্ণতার দিকে টেনে নিয়ে যাওয়া যায়। আর ভুল তথ্য রাখবার তো কোন যুক্তি নেই। ভুল তথ্য থাকলে সংশোধন তো যে-কেউই করতে পারেন। অথবা {{সত্যতা}} ট্যাগ জুড়ে দিতে পারেন।
খ. লক্ষ্য করে দেখুন আলাপ পাতার ইতিহাস অংশে যেখানে [(বর্ত | পূর্ব) ২০:১৮, ২৮ এপ্রিল ২০০৭‎ RagibBot (আলোচনা | অবদান)‎ অ . . (২৯ বাইট) (+২৯)‎ . . (রাগিবের রবোট আলাপ পাতার শিরোনাম যোগ করছে)] অংশটুকু রয়েছে। নিবন্ধে আজ-কাল যে কোন সময়ই আলাপ হতে পারে। এ অংশটুকু ছিল বলেই দ্রুত আপনি প্রশ্ন করতে পেরেছেন কিংবা নতুন ব্যবহারকারী প্রশ্ন এ নিবন্ধ সম্পর্কীয় প্রশ্ন করতে পারবেন এ আলাপ পাতায়। টেমপ্লেটটি সেজন্যেই প্রয়োজন। তবে আমার মনে হয় তেমন বাধ্যতামূলক নয়; সময়ের তাগিদেই পুরনো ব্যবহারকারীগণ কর্তৃক এটি সৃষ্টি হয়ে যায় আপনাআপনি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৭:৩৩, ৬ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আপনার বিস্তারিত ব্যাখ্যার জন্য।
ক. প্রথমত, তথ্যটি ভুল নাকি শুদ্ধ সেটাই জানতাম না। ধরে নিয়েছিলাম, ভুক্তিটি যিনি তৈরি করেছিলেন, তিনি হয়তো এর উন্নয়ন ঘটাবেন। অনেক সময় এরকম হয় তাড়াহুড়ার কারণে সূত্র না দিয়েই বাক্য শেষ করি, এবং পরবর্তী সময়ে সেটি সংশোধন করি- এক্ষেত্রেও হয়তো সেটি হয়েছে। সত্যতা ট্যাগের কথাটি জানা ছিল না, এখন থেকে এটি ব্যবহার করা যাবে।
খ. এটা যে বটের কাজ, তাও প্রথমে ধরতে পারি নি। গৌতম (আলাপ) ১৭:৪৭, ৬ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মতে নিবন্ধে যদি কোন তথ্য সম্পর্কে খটকা লাগে বা লাইন যদি সঠিক বিষয়টি উপস্থাপন না করে তাহলে যদি ইংরেজি উইকিপিডিয়াতে নিবন্ধটি থাকে তাহলে তা দেখে নিয়ে শুদ্ধ করে নেওয়া উচিত। এমন কি যদি তথ্যসূত্র থাকেও। কারণ তথ্যসূত্র রয়েছে কিন্তু অবদানকারীর বাক্য গঠন এমন হয়েছে যে, লাইনটি ভিন্ন অর্থ বুঝাচ্ছে। যদি ইংরেজী উইকিপিডিয়াতে না থাকে তাহলে অন্য সোর্সে একটু সার্চ করা উচিত। যদি ওয়েবসার্চ করেও কিছু পাওয়া না যায় তাহলে, তথ্যসূত্র নেই এ অযুহাতে তথ্যটি সরিয়ে ফেলা যেতে পারে।
আলাপ পাতা টেমপ্লেটটি ব্যবহার বাধ্যতামূলক না। যদিও এ কাজটি অন্যরা হাতে করে তবে এ কাজটি সহজেই বট দিয়ে করে ফেলা যায়। রাগিব ভাইয়ের বট একসময় সক্রিয় ছিল এখন নিস্ক্রিয়। তবে আলাপ পাতা টেমপ্লেটটি নিয়ে সাধারণ ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। আসলে এ নিয়ে তাদের চিন্তার প্রয়োজন নেই। উৎসাহী অন্য ব্যবহারকারীরা এতে ঐ টেমপ্লেট যেকোন সময় যোগ করে দিবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:০১, ৭ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]