আলাপ:এম. এস. রামাইয়াহ ইনস্টিটিউট অফ টেকনোলজি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "বাংলা লেখা (বিদেশী লেখা)" অনুচ্ছেদে

বাংলা লেখা (বিদেশী লেখা)[সম্পাদনা]

যেহেতু বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ, তাই লেখার হরফগুলো বাংলা হওয়া বাঞ্চনীয়। এই নিবন্ধের অধিকাংশ লেখা এখনও ইংরেজি ভাষায়। Department of Biotechnology না লিখে সেখানে "ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি" লেখার অনুরোধ করছি। তাছাড়া (Full Time MBA in Finance/Marketing/HR/IT Systems) বাক্যটি সম্পূর্ণই একটা ইংরেজি বাক্য, যা "(ফিন্যান্স/মার্কেটিং/মাবসম্পদ ব্যবস্থাপনা/আইটি সিস্টেমস-এ পূর্ণকালীন এমবিএ)" লেখা দিয়ে বদলে দেয়া যায়। নিবন্ধে, প্রতিষ্ঠানটির ইতিহাস, প্রতিষ্ঠা, ক্যম্পাসের বিবরণ, উইকিপিডিয়ায় উল্লেখ করার মতো একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা সাফল্য যোগ করা বাঞ্চনীয়। বিশেষ করে শেষোক্তটি খুব বেশি জরুরি। নিবন্ধের মান বাড়ুক এই প্রত্যাশায়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:৪০, ১৫ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন