আলাপ:আয়াতুল কুরসি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "উক্তির সাঃ অপসারণ" অনুচ্ছেদে

সংস্কৃত স্ক্রিপ্ট মুছে ফেলা প্রসঙ্গে[সম্পাদনা]

জনাব আইপি ব্যবহারকারী, আপনার বক্তব্য অনুযায়ী আমার সম্পাদনা মুছে ফেলা যৌক্তিক নয়; কারণ:

  1. প্রথম ও প্রধান কারণ, এটি বাংলা উইকিপিডিয়া। এতে সংস্কৃত অর্থব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তা সে হিন্দুই হোক, নয়তো মুসলমান।
  2. মুসলমানদের ধর্মের সাথে সংস্কৃতের সরাসরি কোনো সম্পর্ক নেই; তাই "হিন্দুদের প্রয়োজন হতে পারে" এটা আমার কাছে "খোঁড়া যুক্তি"।

আজকে হিন্দুদের লাগবে, পরের দিন ইহুদিদের লাগবে, সেই জন্য হিব্রু ভাষা ঢোকাবেন, সেটা হতে পারে না। এটা বাংলা উইকিপিডিয়া; সেই অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করুন। সম্পাদনা যুদ্ধ কোনো কাজের কথা নয়। আর অবশ্যই এসব বিষয়ে সাম্প্রদায়িকতা ঢোকাবেন না। ধন্যবাদ। — Meghmollar2017আলাপ০৪:২৬, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উক্তির সাঃ অপসারণ[সম্পাদনা]

@Meghmollar2017:, উক্তির ও উদ্ধৃতির ভেতরের সম্মানসূচক শব্দ মোছা উইকিপিডিয়ায় নিষেধ, তুমি হাদীস উদ্ধৃতি থেকে তা করেছো, তোমাকে সেগুলো ফিরিয়ে আনার অনুরোধ করছি। 116.58.205.86 (আলাপ) ০৪:২৬, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@116.58.205.86: আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব উক্তি এড়িয়ে কাজ করতে। তাতে একটা দুটা ভুল হতেই পারে। যাই হোক,  করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। সংস্কৃত স্ক্রিপ্টের বিষয়ে উপরে একটি বার্তা দিয়েছে। সেটিতে দৃষ্টি আকর্ষণ করছি। — Meghmollar2017আলাপ০৪:৩২, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হাদীস পুরোটাই উদ্ধৃতি, এখান থেকে সামান্যতম পরিবর্তনের সুযোগ নেই, তোমার উচিৎ হাদীসগুলোতে সকল সম্মানসূচক শব্দ যেভাবে ছিল, সেভাবেই রেখে দেওয়া। আর উপরের বার্তা পড়েছি। আর হ্যা, শেখ মুজিবুর রহমান আলাপ পাতায় আমি কিছু বার্তা দিয়েছি। পড়ে দেখো। 116.58.205.86 (আলাপ) ০৪:৩৭, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উদ্ধৃতি হিসেবে (সা), তাঁর ইত্যাদি সম্মানসূচক শব্দ রেখে দেওয়া হয়েছে। কিন্তু সেজন্য তো ভুল বানান রাখা যায় না। — Meghmollar2017আলাপ০৪:৪২, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন