আলাপ:অপভ্রংশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বঙ্গকামরূপী ভাষার বিষয়ে বিশেষ আলোচনা করা উচিৎ। কারণ এখানেই লুকিয়ে আছে বাংলা এবং অসমীয়া ভাষা সৃষ্টির আসল রহস্য। কিন্তু খুবই বেদনাদায়ক বিষয় এই বঙ্গকামরূপী ভাষা নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না, এক প্রকার। এই বিষয় নিয়ে কেহ আলোচনা করলে তাঁকে আটকে দেওয়া হয়েছে, ইতিপূর্বে। কেন কারণ কি? চিত্র অনুযায়ী বোঝা যাচ্ছে, এই "বঙ্গকামরূপী ভাষা" থেকেই সৃষ্টি হয়েছে বাংলা ভাষা এবং অসমীয়া ভাষার। তাহলে কেন এত আপত্তি? কেচ খুরতে কেউটে বেরিয়ে আসবে বলে কি? আবার নাম অনুযায়ী বোঝা যাচ্ছে, সেই প্রাচীণ ভাষার প্রচলন ছিলো, বত'মান সময়ের উত্তরবঙ্গে। কারণ বত'মান উত্তরবঙ্গ প্রচীণ কামরূপের এবং গৌড়বঙ্গের অংশ নিয়ে গঠিত। এখানেইকি লুকিয়ে আছে রহস্য?