আলাপ:অন্না হজারে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Suvodip Mondal কর্তৃক ২ বছর পূর্বে "অণ্ণা না অন্না" অনুচ্ছেদে

অণ্ণা না অন্না[সম্পাদনা]

আছা এই নিবন্ধটির শিরোনাম কি অণ্ণা হজারে হওয়া উচিত নয়? কারণ এই ব্যক্তির মাতৃভাষা মারাঠিতে কিন্তু বানানটি अण्णा हजारे। বিষয়টি বিবেচনা করে দেখলে ভাল হয়। -তৃণাঞ্জন (আলাপ) ০৬:৪৮, ১৮ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বাংলা বিধি অনুযায়ী ব্যক্তিনামের বানানের ক্ষেত্রে অ-বাঙালি (অ-বাঙালি বলতে যিনি তাঁর স্বাক্ষর বাংলা হরফে কখনও করেননি) ব্যক্তির মাতৃভাষা অনুসারে হয় না, এবং বাংলায় সাধারণত অতৎসম শব্দের ক্ষেত্রে ঈ, ঊ, ঋ, ণ, ষ ইত্যাদি বর্ণ ব্যবহৃত হয় না। তাই উচ্চারণকে প্রাধান্য দিয়ে উক্ত সূত্র শরণ করে অন্না বানানই যৌক্তিক ও ঠিক। Suvodip Mondal (আলাপ) ১১:১৬, ৩০ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন