আলাপ:অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ৪ বছর পূর্বে "অন্তঃক্ষরা তন্ত্র / অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র" অনুচ্ছেদে

অন্তঃক্ষরা তন্ত্র / অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র[সম্পাদনা]

@Wikitanvir: আমি ছোটবেলায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত জীববিজ্ঞান পড়েছি, দুই পত্রে খুব ভাল নম্বরই পেয়েছিলাম। কখনও কোথাও "অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র" পড়িনি, দেখিনি। সবসময় "অন্তঃক্ষরা তন্ত্র"-ই পড়েছি। অনেক সময় "অন্তঃস্রাবী গ্রন্থি"-ও দেখেছি, তবে সেটার ব্যবহার কম। ইদানিংকার বাংলাদেশী উচ্চমাধ্যমিকের বইগুলি ঘাঁটলাম। আজমলে কোনও উল্লেখ পেলাম না। তবে হাসানের বইতে "অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র" পেলাম। এটা তাহলে হয়ত সাম্প্রতিক উদ্ভাবন। পশ্চিমবঙ্গের জীববিজ্ঞান বইতে যেমন সাঁতরা-র বইতে "অন্তঃক্ষরা তন্ত্র" লেখা। ইংরেজিতেও Endocrine system বলে, Endocrine gland system নয়। সেই হিসেবে "অন্তঃক্ষরা তন্ত্র"-ই লেখা হয়েছে বলে এতদিন জেনে এসেছি। আমার মনে হয় দুটোর উল্লেখই থাকা উচিত। আর ব্যক্তিগত মতে আমি সারা জীবন যেভাবে জেনে এসেছি, সেই "অন্তঃক্ষরা তন্ত্র"-ই বেশি পছন্দ করছি, তবে "অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র" নিয়ে তেমন অসুবিধা নেই। এটা একটা শৈলীগত পছন্দ। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:৪৯, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

জাহিন ভাই, আমারও যতোদূর মনে পড়ে আমিও ‘অন্তঃক্ষরা তন্ত্র’ পড়েছিলাম। কিন্তু বিগত বেশকিছুদিন ধরে চিকিৎসাবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ক নিবন্ধ নিয়ে কাজ করতে গিয়ে নতুন কিছু বই যা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা বাংলা উইকিপিডিয়ায় মানি তা দেখতে গিয়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেখলাম। উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে Endocrine system এর বাংলা মাধ্যমিক জীববিজ্ঞান ও বাংলা একাডেমির অভিধান উভয় অংশেই ‘অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র’। সুতরাং এরকম রেফারেন্সের ব্যতয় ঘটানো উচিত হবে না। — তানভির০৮:৫৮, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন