আম্বেদকর মাক্কাল আইয়াক্কাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আম্বেদকর মাক্কাল আইয়াক্কাম[১] (আম্বেদকর পিপল মুভমেন্ট) হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি রাজনৈতিক আন্দোলন যা দলিতদের উন্নতির জন্য কাজ করে। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর ভি বালাসুন্দরাম। ড. ভাই বালাসুন্দরাম ১৯৭৭ সালে চেন্নাইয়ের রাজাজি হলে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তামিলনাড়ুর মাননীয় রাজ্যপাল শ্রী প্রভুদাস পাটোয়ারীর সম্মানিত উপস্থিতিতে 'আম্বেদকর পিপল মুভমেন্ট' গঠন করেন। আম্বেদকর মাক্কাল আইয়াক্কাম সমাজকল্যাণ, সমতা, মানবাধিকার, নারী কল্যাণ, পঞ্চমী ভূমি পুনরুদ্ধার এবং শিক্ষাগত উন্নতির জন্য ক্রমাগত লড়াই করছেন। ভাই বালাসুন্দরামের মৃত্যুর পর তার ভাই ভাই রামালিঙ্গম ২৫ জানুয়ারী ২০২০-এ পুদুক্কোট্টাইতে অনুষ্ঠিত সাধারণ বডি সভায় দলের সভাপতি হিসাবে নির্বাচিত হন। ওই একই সাধারণ সভায় ইলামুরুগু মুথু[২] দলের কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত হন।[৩] আম্বেদকর মাক্কাল আইয়াক্কার নির্বাহী সভাপতি ইলামুরুগু মুথু তামিলনাড়ুর ডিজিপি সি. সিলেন্দ্র বাবুর সাথে দেখা করেন এবং উস্তাদ ইলাইয়ারাজা সম্পর্কে বিতর্কের কথা বলার জন্য রথনাকুমার এবং চিত্রা লক্ষ্মণনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ambedkar Makkal Iyakkam – Social Justice in the Indian society" 
  2. "About Us – Ambedkar Makkal Iyakkam" 
  3. "டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை நிலைய பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது...!"। Archived from the original on ২০২৩-০১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬ – www.youtube.com-এর মাধ্যমে। 
  4. "இளையராஜா சாதியை சொல்லி இழிவுபடுத்திய டைரக்டர், தயாரிப்பாளர்! கொந்தளித்த இசைஞாணி!!"। IBC Tamil Nadu। ২৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]