আম্বেদকর নগর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আম্বেদকর নগর জেলা
উত্তরপ্রদেশের জেলা
আম্বেদকর নগর জেলার স্কাইলাইন
উত্তরপ্রদেশে আম্বেদকর নগরের অবস্থান
উত্তরপ্রদেশে আম্বেদকর নগরের অবস্থান
দেশভারত
রাজ্যউত্তরপ্রদেশ
প্রশাসনিক বিভাগঅযোধ্যা বিভাগ
সদরদপ্তরআকবরপুর
সরকার
 • লোকসভা কেন্দ্রআম্বেদকর নগর
সান্ত কবির নগর
আয়তন
 • মোট২,৩৫০ বর্গকিমি (৯১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৯৭,৮৮৮
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭৪.৩৭%.
প্রধান মহাসড়কএন.এইচ ২৮
এন.এইচ ১২৮
এন.এইচ ২৩৩এ
এন.এইচ ২৩৩বি
ওয়েবসাইট[ambedkarnagar.nic.in দাপ্তরিক ওয়েবসাইট]

আম্বেদকর নগর হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি জেলা। এই জেলাটি অযোধ্যা বিভাগের অন্তর্গত। এই জেলাটি ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর তৎকালীন ফৈজাবাদ জেলা (বর্তমানে অযোধ্যা জেলার) অংশ ছিল।[১] এই জেলাটি তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতী ভীমরাও আম্বেদকরের স্মরণে নামকরণ করেছিলেন। আম্বেদকর নগর জেলার মোট আয়তন ২৩৫০ বর্গকিলোমিটার। [২]


ভৌগলিক অঞ্চল[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

আম্বেদকর নগর উত্তর প্রদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত। এই জেলাটি ২৬°৯' থেকে ২৬°৪০' উত্তর অক্ষাংশ এবং ৮২°১২' থেকে ৮৩°০৫' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জেলাটির মোট ভৌগোলিক আয়তন প্রায় ২৩৫০ বর্গকিলোমিটার। পূর্ব থেকে পশ্চিমে জেলার মোট দৈর্ঘ্য প্রায় ৭৫ কিমি এবং উত্তর থেকে দক্ষিণে প্রস্থ প্রায় ৪২ কিমি।

সরায়ু নদী হল প্রধান নদী এবং এটি জেলার উত্তর সীমানায় অবস্থিত। তাণ্ডা, রাজেসুলতানপুর, রামনগর এবং বাশখারি ব্লকগুলি এই নদীর ধারে অবস্থিত এবং এর জল সেচের জন্য ব্যবহার করা হয়। দেবহাট লেক, রাজেসুলতানপুর লেক এবং হংসওয়ার লেক থেকে বাশখারি ব্লকে সেচের জন্য জল ব্যবহার করা হয়। কাটেহারি ব্লকে দারভান লেকের জল সেচের জন্য ব্যবহার করা হয়। আকবরপুর শহরটি টনস (তমসা) নদীর তীরে অবস্থিত যা শহরটিকে আকবরপুর এবং শাহজাদপুর দুটি অংশে বিভক্ত করেছে।

জলবায়ু[সম্পাদনা]

এই জেলার জলবায়ু পূর্ব উত্তর প্রদেশের সাথে সাদৃশ্যপূর্ণ। এই জেলার জলবায়ুকে তিনটি ঋতুতে ভাগ করা যেতে পারে।

  • শীত ঋতু (নভেম্বর থেকে ফেব্রুয়ারি)
  • গ্রীষ্ম ঋতু (মার্চ থেকে জুন)
  • মৌসুমী ঋতু (জুন থেকে অক্টোবর)

শীত ঋতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। নভেম্বর মাসে উচ্চচাপ বলয়টি উত্তর-পশ্চিম ভারত থেকে বিস্তৃত হয়ে সমগ্র উত্তর প্রদেশকে জুড়ে দেয়। এই মাসে তাপমাত্রা হ্রাস পায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে ৩২.১৫ °C এবং ৮.৯৫ °C ।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে আম্বেদকর নগর জেলার জনসংখ্যা ২,৩৯৭,৮৮৮ জন। জনসংখ্যায় এটি ভারতে ১৮৬তম জেলায় স্থান পেয়েছে (মোট ৬৪০টি জেলার মধ্যে)। এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,০২১ জন (প্রতি বর্গমাইলে ২,৬৪০ জন) বাসিন্দা রয়েছে। ২০০১-২০১১ এর দশকে জেলার জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১৮.৩৫%। আম্বেদকর নগর প্রতি ১০০০ পুরুষের জন্য ৯৭৬ জন মহিলা লিঙ্গ অনুপাত রয়েছে এবং সাক্ষরতার হার ৭৪.৩৭%।[৩]

ধর্ম[সম্পাদনা]

হিন্দুধর্ম হল আম্বেদকর নগর জেলার প্রধান ধর্ম যেখানে ১.৯৮৫.৬৫৪ জন হিন্দু (৮২.৮১%)। ইসলাম ৪০১,৬৭৮ জন মুসলিম (১৬.৭৫%) সহ দ্বিতীয় বৃহত্তম ধর্ম। অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে ২.৫৩৬ জন খ্রিস্টান (০.১১%), ১.৮১৭ জন বৌদ্ধ (০.০৮%), ৮৬৯ জন শিখ (০.০৪%), ২৩৫ জন জৈন (০.০১%)।[৪]

এই জেলার সরকারী ভাষা হিন্দি এবং উর্দু। আম্বেদকর নগর জেলার সর্বাধিক কথ্য ভাষা হল হিন্দি এবং আওয়াধি।[৫]

অর্থনীতি[সম্পাদনা]

আম্বেদকর নগর জেলা টেক্সটাইল শিল্প, পাওয়ার প্লান্ট, চিনি শিল্প এবং সিমেন্ট উৎপাদন কেন্দ্রের জন্য পরিচিত। তাণ্ডা শহর "তাণ্ডা টেরিকট" এর জন্য সুপরিচিত।[৬] এই জেলার প্রধান অর্থনৈতিক পরিকাঠামো হল কৃষিভিত্তিক শিল্প, ছোট প্রতিষ্ঠান, পাওয়ার লুম এবং কৃষিকাজ। তাণ্ডার কাছে মখদুম নগর এলাকায় এনটিপিসির তাণ্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত। এই জেলার আকবরপুরে একটি চিনির কারখানা রয়েছে ।

শিক্ষা[সম্পাদনা]

মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ[সম্পাদনা]

  • মহামায়া রাজকিয়া অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ, সদরপুর তাণ্ডা - একটি সরকারি মেডিকেল কলেজ
  • রাজকিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ, আম্বেদকর নগর - একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ
  • মহামায়া কলেজ অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আকবরপুর - একটি সরকারি কৃষি প্রকৌশল কলেজ
  • ভিজেভি কলেজ অফ টেকনোলজি, রামনগর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "History | Ambedkarnagar | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৩ 
  2. "Ambedkarnagar | Birthplace Of Ram Manohar Lohiya | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১ 
  3. "Decadal Variation In Population Since 1901"censusindia.gov.in। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 
  4. "Table C-01 Population by Religion: Uttar Pradesh"censusindia.gov.inRegistrar General and Census Commissioner of India। ২০১১। 
  5. "Ambedkar Nagar district - About"। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯ 
  6. Varma, Subodh (২৫ ফেব্রুয়ারি ২০১৭)। "Region where almost all kids anaemic | Uttar-Pradesh Election News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১