আব্দেলকাদির চাদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দেলকাদির চাদি

পদক রেকর্ড
 আলজেরিয়া-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের মুষ্টিযুদ্ধ
সারা আফ্রিকা গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৭ আলজিয়ার্স ফেদারওয়েট

আব্দেলকাদির চাদি (জন্ম ১৩ই জানুয়ারী, ১৯৮৮) একজন আলজেরীয় মুষ্টিযোদ্ধা। তিনি ফেদারওয়েটে ২০০৭ সালের সারা আফ্রিকা খেতাব জয় করেন। [১] তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকেও যোগ্যতা অর্জন করেন। [২]

কর্মজীবন[সম্পাদনা]

চাদি ২০০৭ সারা আফ্রিকা গেমসের সেমিফাইনালে রবের্তো আজাহোকে ও ফাইনালে আল্লা শিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। ২০০৮-এ আবার শিলিকে হারিয়ে তিনি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। তবে ফাইনালে মেহদি ওয়াতিনের বিরুদ্ধে লড়েননি। তার ওজন নিয়ে সমস্যা থাকায় অলিম্পিকের আগের মাসগুলিতে তিনি লাইটওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "African Games Results 2015"amateur-boxing.strefa.pl। ২০১৫-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৯ 
  2. "ABDELKADER CHADI - 64 KG"AIBA (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]