আফগান ইয়ুথ পার্লামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফগান ইয়ুথ পার্লামেন্ট
সংক্ষেপেএওয়াইপি
নীতিবাক্যوَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ
And ordered them to mutual consultation
গঠিত১৪ আগস্ট ২০১৬; ৭ বছর আগে (2016-08-14)[১]
সদরদপ্তরকাবুল, আফগানিস্তান
সদস্যপদ
১২২
দাপ্তরিক ভাষা
পুশতু & দারি ফারসি

আফগান ইয়ুথ পার্লামেন্ট বা আফগানিস্তানের যুব সংসদ ( এওয়াইপি ) আফগানিস্তানের একটি যুব সংগঠন, যেখানে ১৫ থেকে ২৫ বছর বয়সীরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সদস্য রয়েছে [২]

জুলাই ২০১৬ সালে গঠিত,[৩] সংসদে প্রায় ১২২ জন সদস্য রয়েছে, যারা আফগানিস্তানের ৩৪ টি প্রদেশ থেকে নির্বাচিত হন। সদস্যপদে ৩৩ শতাংশ মহিলা, ৩ শতাংশ যাযাবর, তিন শতাংশ প্রতিবন্ধী এবং হিন্দুশিখদের এক শতাংশ সদস্য রয়েছেন। [তথ্যসূত্র প্রয়োজন] দেশের তরুণ প্রজন্মকে আর্থসামাজিক বিষয়গুলোতে আরও জড়িত করার জন্য যুব সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে।

এওয়াইপির ১২২ জন সদস্য দু'বছরের জন্য স্পিকার নির্বাচন করেছিলেন। মিঃ আঃ মোহাম্মদ কুরিশি আফগানিস্তানের যুব সংসদের বর্তমান স্পিকার। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। এখন তিনি কাবুল বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন ও নীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন। মিঃ কুরিশি একজন সফল আফগান লেখকও, তিনি ২০১৩ সালে পাইজওয়ার্ক-নিউজ জাতীয় যুব লেখক পুরস্কার অর্জন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Afghanistan's Youth Parliament"। UNAMA। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬ 
  2. "Youth parliament to be formed within a month, Kamal Sadaat"। Kabultribune। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Afghanistan's Youth Parliament To Soon Meet - KabulTribune The Only Point To Get Afghanistan Latest News"www.kabultribune.com। ২০১৬-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৬