আখনাস আস সুলামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আল আখনাস আস-সুলামী ইবনে হাবিব মুহাম্মাদের একজন সাহাবা ছিলেন।[১] যিনি একমাত্র সাহাবা হিসাবে বদরের যুদ্ধে তিন প্রজন্মকে সাথে নিয়ে মুসলিম বাহিনীতে যুদ্ধ করেন।[২]

বংশ পরিচয়[সম্পাদনা]

আখনাসের পিতার নাম হাবিব মতান্তরে খাব্বাব। আখনাসের ছেলের নাম ইয়াজিদ ইবনে আখনাস আল সুলামি ও নাতির নাম মায়ান ইবনে ইয়াজিদ। এই তিন ব্যক্তিই মুহাম্মাদের সাহাবা ছিলেন। মায়ান ইবনে ইয়াজিদ বর্ণনা করেছেন, তার পিতা ও মুহাম্মাদের নিকট এক সঙ্গে ইসলাম গ্রহণ করেন।[৩]

বদরের যুদ্ধে অংশগ্রহণ[সম্পাদনা]

আখনাস আস সুলামি ইবনে হাবিব তার স্বীয় পুত্র ইয়াজিদ ইবনে আখনাস আল সুলামি ও পৌত্র মায়ান ইবনে ইয়াজিদকে সাথে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ইতিহাসবিদগণ বলছেন, আল আখনাস ছাড়া আর কোন সাহাবাই তিন প্রজন্ম এক সাথে বদরের যুদ্ধের মুসলিম বাহিনীতে অংশগ্রহণ করে নাই।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ১৯৪। 
  2. ইবনুল আছির, উসুদুল গাবা, তেহরান ১২৮৬ হি., ১খণ্ড- ৫৬ 
  3. আয-যাহাবী, তাজরীদ আসমাইস সাহাবা, বৈরূত তা, বি., ১খণ্ড- ১১, নং ৬২ 
  4. ইবনে হাজার, আল-ইসাবা মিসর ১৩২৮ হি., ১খণ্ড- ২৫, নং ৬০