অরুণ তিওয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুণ তিওয়ারি
জন্ম (1955-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৫৫ (বয়স ৬৯)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনজি. বি. প্যান্ট ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
পেশাক্ষেপণাস্ত্র বিজ্ঞানী, লেখক, অধ্যাপক

অরুণ কুমার তিওয়ারি (জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৫৫) একজন ভারতীয় ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী, লেখক ও অধ্যাপক। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন [১] এবং ড. এপিজে আবদুল কালামের সাথে ৫টি বই-রচনা করেছেন, যার মধ্যে রয়েছে উইংস অফ ফায়ার, যেটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আবদুল কালামের আত্মজীবনী। ১৯৯৯ সালে প্রকাশিত উইংস অফ ফায়ার একটি আধুনিক ক্লাসিক হয়ে উঠেছে যার ৩০টিরও বেশি পুনঃমুদ্রণ ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। ১৮টি ভাষায় অনুবাদ করা হয়েছে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Books by Arun Tiwari (Author of Wings of Fire)"www.goodreads.com 
  2. "Arun Tiwari"HarperCollins Publishers: World-Leading Book Publisher। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৮