বিষয়বস্তুতে চলুন

মোসাদ্দেক হোসেন রুবেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোসাদ্দেক হোসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মদ মোসাদ্দেক হোসেন
ডাকনামরুবেল
ব্যাটিংয়ের ধরনডান হাতি
বোলিংয়ের ধরনডান হাত লেগ ব্রেক
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম-শ্রেণী এ তালিকাভুক্ত
ম্যাচ সংখ্যা ২০
রানের সংখ্যা ৫২১ ৪৩
ব্যাটিং গড় ১৯.২৯ ৭.১৬
১০০/৫০ ১/১ -/-
সর্বোচ্চ রান ১৪০ ১৪
বল করেছে ২,৯০৭ ২৬৭
উইকেট ৫৫
বোলিং গড় ৩০.১৪ ২৪.১১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট এন/এ
সেরা বোলিং ৫/৪৬ ৪/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ১/-
উৎস: ক্রিকেট আর্কাইভ, ৬ নভেম্বর ২০১৬

মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (যিনি তার ডাকনাম "রুবেল" নামেও পরিচিত; জন্মঃ ২৫ নভেম্বর ১৯৮৩ সালে ময়মনসিংহে) বাংলাদেশের একজন প্রাক্তন প্রথম শ্রেণীরলিস্ট এ ক্রিকেটার। তিনি ছিলেন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার[১]

তিনি ২০০০-০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঢাকা বিভাগ ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন। তার ক্যারিয়ার তার ২০তম জন্মদিনের অল্পকিছু আগেই শেষ হয়। ২০০০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তার প্রথম সেঞ্চুরি আসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে যেখানে তিনি ১৪০ রান করেছিলেন এবং দু'বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০০১-০২ সালে লিবার্ড আইল্যান্ডস ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ এ ক্রিকেট দলের হয়ে ৫ উইকেট ৪৬ রানের বিনিময়ে তার সেরা পারফরম্যান্স। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মোসাদ্দেক হোসেন রুবেল"ইএসপিএনক্রিকইনফো। সংগৃহীত 2 September 2017। (ইংরেজি)
  2. "Windward Islands v Bangladesh A 2001-02"। CricketArchive। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬