বাচেন্দ্রী পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাচেন্দ্রী পাল
ব্যক্তিগত তথ্য
প্রধান পেশাপর্বতারোহী এবং
অভিযানের জন্য প্রচারক
জন্ম (1954-05-24) ২৪ মে ১৯৫৪ (বয়স ৭০)
গ্রাম- নাকুরি, উত্তরকাশি
উত্তরাখণ্ড, ভারত
জাতীয়তা ভারত
পেশাগত তথ্য
শুরুর পেশাপ্রশিক্ষক- ন্যাশানাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন[১] টাটা স্টিলের অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রধান (১৯৮৪ সাল থেকে)[২]
উল্লেখযোগ্য আরোহণমাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা [১৯৮৪][৩]

বাচেন্দ্রী পাল (জন্ম ২৪ মে ১৯৫৪) একজন ভারতীয় পর্বতারোহী। ইনি এভারেস্ট পর্বতশৃঙ্গ বিজয়ী প্রথম ভারতীয় মহিলা ও পঞ্চম মহিলা। বাচেন্দ্রী উত্তরাখণ্ডের গড়ওয়ালের নাকুরি গ্রামে জন্ম নেন। ছোটবেলা থেকেই তিনি পর্বতারোহণে সিদ্ধহস্ত ছিলেন। ১৯৮৪ সালে এক অভিযানে তিনি এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।

এভারেস্টের পরবর্তী অভিযানগুলি[সম্পাদনা]

বাচেন্দ্রী পাল পৃথিবীর উচ্চতম শিখর আরোহণ করার পরও অন্যান্য অভিযানে সক্রিয় ছিলেন। তিনি ১৯৯৩ সালে কেবলমাত্র মহিলাদের নিয়ে

  • "ইন্দো নেপালিস উইমেন'স মাউন্ট এভারেস্ট এক্সপিডিসান ১৯৯৩", সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন যা কিনা ভারতীয় পর্বতারোহণে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে। দলের ৭জন মহিলা সমেত মোট ১৮জন সদস্য এভারেস্টের শিখরে পৌঁছান । [৪]
  • মহিলা রাফটার দলকে নিয়ে "দা গ্রেট ইন্ডিয়ান উওমেন'স রাফটিং ভয়েজ -১৯৯৪", যাতে তিনটি রাফটে ১৮জন মহিলা অভিযাত্রী ছিলেন। এটি গঙ্গা নদীর উপর হরিদ্বার থেকে কলকাতা কোনো মহিলা দলের দ্বারা ৩৯ দিনে ২১৫৫ কিমি জলপথ রাফটে করে প্রথমবার সফল যাত্রার ঘটনা।[৩]
  • "দা ইন্ডিয়ান উওমেন ট্রান্স-হিমালয়ান এক্সপিডিসান-১৯৯৭"/ প্রথম ভারতীয় মহিলা ট্রান্স হিমালয় অভিযান, ১৯৯৭, ৮ জন ভারতীয় মহিলা অভিযাত্রীর অভিযান, যারা পূর্ব হিমালয়ের অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমের সিয়াচেন হিমবাহ এর ইন্দিরা কল অবধি ৪০টি উচ্চ গিরিবর্ত্ম পার করে ৪৫০০কিমি ২২৫দিনে অতিক্রম করেন।এই অভিযানটি ভারতের পক্ষে বিশ্বের প্রথম দেশ দ্বারা সাফল্যলাভ।[৩][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bachendri Pal Biography - Bachendri Pal Profile, Childhood, Life, Timeline"। সংগ্রহের তারিখ ১১ জানু ২০১৪ 
  2. "Tata Steel Newsroom - Press Releases"। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানু ২০১৪ 
  3. "Bachendri Pal (Indian mountaineer) -- Encyclopedia Britannica"। সংগ্রহের তারিখ ১১ জানু ২০১৪ 
  4. "EverestHistory.com: Bachendri Pal"। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৪ 
  5. "news/feb/03hima"। web.archive.org। ৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]