বিষয়বস্তুতে চলুন

হার্বার্ট ব্রেনন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হার্বার্ট ব্রেনন
Herbert Brenon
১৯১৬ সালে ব্রেনন
জন্ম
আলেকজান্ডার হার্বার্ট রেজিনাল্ড সেন্ট জন ব্রেনন

(১৮৮০-০১-১৩)১৩ জানুয়ারি ১৮৮০
মৃত্যু২১ জুন ১৯৫৮(1958-06-21) (বয়স ৭৮)
মৃত্যুর কারণউডলন সিমেট্রি, ব্রঙ্কস, নিউ ইয়র্ক
মাতৃশিক্ষায়তনকিংস কলেজ লন্ডন
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯১১-১৯৪০
দাম্পত্য সঙ্গীহেলেন ওবার্গ

হার্বার্ট ব্রেনন (ইংরেজি: Herbert Brenon; জন্ম: আলেকজান্ডার হার্বার্ট রেজিনাল্ড সেন্ট জন ব্রেনন; ১৩ই জানুয়ারি ১৮৮০ - ২১শে জুন ১৯৫৮) ছিলেন একজন আইরিশ চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তিনি ১৯৩০-এর দশকে নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি সরেল অ্যান্ড সন (১৯২৭) চলচ্চিত্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

জীবনী

[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ব্রেনন ১৮৮০ সালের ১৩ই জানুয়ারি আয়ারল্যান্ডের কিংসটাউনের ২৫ ক্রসথওয়াইট পার্কে (বর্তমান ডুন লাওঘাইয়ার, ডাবলিন) জন্মগ্রহণ করেন। তার পিতা এডওয়ার্ড সেন্ট জন ব্রেনন ছিলেন সাংবাদিক, কবি ও রাজনীতিবিদ এবং তার মাতা ফ্রান্সিস হ্যারিস।[]

১৮৮২ সালে তারা স্বপরিবারে লন্ডন চলে যান। সেখানে তিনি সেন্ট পল্‌স স্কুলে এবং পরে কিংস কলেজ লন্ডনে পড়াশুনা করেন। চলচ্চিত্র পরিচালনা শুরুর পূর্বে তিনি ভডেভিলে তার স্ত্রী হেলেন ওবার্গের সাথে অভিনয় করতেন।

কর্মজীবন

[সম্পাদনা]

ব্রেনান ১৯১৬ সালে আ ডটার অব দ্য গড চলচ্চিত্র পরিচালনা করেন।[] তিনি ১৯২৪ সালে স্যার জেমস ব্যারির নাটক অবলম্বনে পিটার প্যান চলচ্চিত্র নির্মাণ করেন। পরের বছর ফেমাস-প্লেয়ার-লাস্কির ব্যানারে তিনি আবারও একই লেখকের মঞ্চনাটক অবলম্বনে আকিস ফর সিনড্রেলা (১৯২৫) নির্মাণ করেন।[] এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বো গেস্ত (১৯২৬), সরেল অ্যান্ড সন (১৯২৭), লাফ, ক্লাউন, লাফ (১৯২৮), ও দ্য ফ্লাইং স্কোয়াড (১৯৪০)। সরেল অ্যান্ড সন চলচ্চিত্র পরিচালনার জন্য ১ম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

ব্রেনন ১৯৫৮ সালের ২১শে জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে মারা যান। তাকে নিউ ইয়র্কের ব্রন্‌ক্সের উডলন সিমেট্রিতে সমাহিত করা হয়।

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Irish Genealogy"আইরিশ জেনেয়ালজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  2. সোইস্টার, জন টি.; নিকোলেলা, হেনরি; জয়েস, স্টিভ (২০১২)। American Silent Horror, Science Fiction and Fantasy Feature Films, 1913-1929 (ইংরেজি ভাষায়)। জেফারসন: ম্যাকফারল্যান্ড কোম্পানি ইনকরপোরেটেড পাবলিশার্স। পৃষ্ঠা ১২৭। আইএসবিএন 9780786487905। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  3. "BARRIE TO WRITE A MOVIE.; Herbert Brenon Says He Promised an Original Screen Story."দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ১৯২৫। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  4. "The 1st Academy Awards (1929) Nominees and Winners"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]