লাল টুপি ধর্মসম্প্রদায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লাল টুপি ধর্মসম্প্রদায় বলতে তিব্বতী বৌদ্ধধর্মে সেই সমস্ত বৌদ্ধ ধর্ম সম্প্রদায়দের বোঝানো হয়, যাদের বৌদ্ধ সন্ন্যাসীরা অনুষ্ঠানে মাথায় লাল রঙের টুপি পড়ে। তিব্বতী বৌদ্ধধর্মের চারটি প্রধান সম্প্রদায়ের মধ্যে প্রাচীনতম তিনটি সম্প্রদায় লাল টুপি ধর্মসম্প্রদায়ের অন্তর্গত। এগুলি হল:

একমাত্র দ্গে-লুগ্স (তিব্বতি: དགེ་ལུགསওয়াইলি: dge lugs) নামক সম্প্রদায়ের বৌদ্ধ সন্ন্যাসীরা অনুষ্ঠানে মাথায় হলুদ রঙের টুপি পড়ে বলে তাদের হলুদ টুপি ধর্মসম্প্রদায় বলা হয়ে থাকে।