রেড-স্পট সটুথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রেড-স্পট সটুথ
Red-spot sawtooth
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Pieridae
গণ: Prioneris
প্রজাতি: P. philonome
দ্বিপদী নাম
Prioneris philonome
Boisduval, 1836

রেড-স্পট সটুথ(বৈজ্ঞানিক নাম: Prioneris philonome(Boisduval)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি। এরা ‘পিয়েরিডি’ পরিবার এর সদস্য।[১]

উপপ্রজাতি[সম্পাদনা]

রেড-স্পট সটুথ এর কয়েকটি উপপ্রজাতি হল -

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

এই প্রজাতির স্ত্রী নমুনা রেড স্পট জেজেবেল (Redspot Jezebel) কে নকল করে। স্ত্রী নমুনার ডানার উপরিতল এবং নিমনতল উভয়েই রেড স্পট জেজেবেল এর প্রায় অনুরূপ। পুরুষ নমুনার ক্ষেত্রে শুধুমাত্র ডানার নিচের দিক, রেড স্পট জেজেবেল সাদৃশ্য।

পুরুষ নমুনার, সামনের ডানার শীর্ষভাগ তীক্ষ্ণ, সামনের ডানার উপরিতল সাদা এবং কালো শিরাযুক্ত এবং শীর্ষভাগ কালো রঙে ছাওয়া। পিছনের ডানার নিম্নতল হলুদ কালো শিরা যুক্ত। পক্ষমূলে ছোট, সুস্পষ্ট লাল ছোপযুক্ত এবং সাদা বহিঃ সীমারেখা যুক্ত। কালো প্রান্তযুক্ত প্বার্শ প্রান্তরেখা (টার্মিনাল) যা টর্নাস এর দিক বরাবর অধিকতর কালো।

স্ত্রী নমুনায়, সামনের ডানার উপরিতল কালো রঙের। শিরাগুলি চওড়া কালো রেখাঙ্কিত। পিছনের ডানার উপরিতল সাদা কালো সীমারেখা এবং সাদা ছোপযুক্ত। পিছনের ডানার নিম্নতল পুরুষ নমুনার অনুরূপ, ত্বর প্রান্তরেখা বরাবর ইষদ ফ্যাকাসে হলুদ ছোপ বিদ্যমান।[১]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 184। আইএসবিএন 978 019569620 2 
  2. "Prioneris philonome Boisduval, 1836 – Redspot Sawtooth"। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭ 
  3. " Prioneris philonome themana Fruhstorfer, 1903"। সংগ্রহের তারিখ 18. জানুয়ারি 2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]