রিও দে লা প্লাতা
অবয়ব
রিও দে লা প্লাতা (স্পেনীয় ভাষায়: Río de la Plata, অর্থে "রূপালী নদী"), উরুগুয়াই নদী ও পারানা নদীর সম্মিলিত ফানেল আকৃতির মোহনা। এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব তীরে অবস্থিত এবং উরুগুয়াই ও পারানার সংযোগস্থল থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ২৯০ কিমি। [১]
নদীটি আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে একটি প্রাকৃতিক সীমানার সৃষ্টি করেছে। নদীটির দক্ষিণ তীরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস এবং উত্তর তীরে উরুগুয়ের রাজধানী মোন্তেবিদেও অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Fossati, Monica; Piedra-Cueva, Ismael। "Salinity Simulations of the Rio de la Plata" (পিডিএফ)। International Conference on Estuaries and Coasts। ৬ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১০।