রাস আল খাইমাহ
রাস আল খাইমাহ (আরএকে) (আরবি: رَأْس ٱلْخَيْمَة; ঐতিহাসিক জুলফার) হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতের বৃহত্তম শহর ও রাজধানী। দুবাই, আবুধাবি, শারজাহ, আল আইন এবং আজমানের পর এটি সংযুক্ত আরব আমিরাতের ষষ্ঠ বৃহত্তম শহর।
এই শহরটি একটি খাঁড়ি দ্বারা দুটি ভাগে বিভক্ত: পশ্চিমে পুরাতন শহর এবং পূর্বে আল নাখিল।[১] রাস আল খাইমাহ নামের অর্থ "তাঁবুর মূলভূমি";[২] নৌ-চলাচলের সুবিধার্থে সেখানে একটি তাঁবু নির্মিত হওয়ার পরে এই শহরটির এমন নামকরণ করা হয়।[৩]
অর্থনীতি
[সম্পাদনা]রাস আল খাইমাহ শহরটিতে রাস আল খাইমাহ অর্থনৈতিক অঞ্চল (আরএকেইজেড)-এর অবস্থানস্থল, যা বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বাজারগুলিকে সংযোজন করেছে। এটি পোর্টাল ৩৬০ নামীয় একটি অনলাইন ক্লায়েন্ট পোর্টাল পরিচালনা করে থাকে।[৪] অঞ্চলটি ফ্রিল্যান্সার্স থেকে শুরু করে এসএমই এবং স্টার্ট আপ পর্যন্ত ৫০টি শিল্পকে পরিষেবা দেয়। আরএকেইজেডকে ছয়টি বিশেষায়িত অঞ্চলে বিভক্ত করা হয়েছে:[৫][৬]
- আল ঘাইল শিল্প অঞ্চল,
- আল হামরা শিল্প অঞ্চল,
- আরএকেইজেড শিক্ষা অঞ্চল,
- আল হুলাইলা শিল্প অঞ্চল,
- আল নাখিল বাণিজ্য অঞ্চল,
- আল হামরা বাণিজ্য অঞ্চল।
খেলাধুলা
[সম্পাদনা]এই শহরটি সংযুক্ত আরব আমিরাত শীর্ষ বিভাগে অংশ নেয়া ফুটবল দল এমিরেটস ক্লাব এবং রাস আল খাইমাহ ক্লাবের নিজ শহর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ras Al Khaimah - The Official Portal of the UAE Government"। u.ae (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১।
- ↑ Hawley, Donald (১৯৭০)। The Trucial States। London: Allen & Unwin। পৃষ্ঠা ৮৮। আইএসবিএন 0-04-953005-4। ওসিএলসি 152680।
- ↑ "Ras al-Khaimah | Emirate, History, & Facts" (ইংরেজি ভাষায়)। Encyclopedia Britannica। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১।
- ↑ Nagarajan, Nisthula। "One-stop for aspiring business owners"। Khaleej Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
- ↑ "Ras Al Khaimah Economic Zone (RAKEZ) | Free Trade Zone in RAK, UAE – Best Free Zone"। rakez.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
- ↑ Nagraj, Aarti (২০২০-০১-২৬)। "How to set up a company in Ras Al Khaimah Economic Zone (RAKEZ)"। Gulf Business (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে রাস আল খাইমাহ সম্পর্কিত মিডিয়া দেখুন।