রাজস্ব
সরকারের অর্থসংস্থান |
---|
রাজস্ব (Government revenue বা national revenue) বলতে কর এবং কর-বহির্ভূত উৎস থেকে সরকারের অর্জিত অর্থকে বোঝায়, যা দিয়ে বিভিন্ন সরকারি ব্যয়ের বিধান করা যায়। রাজস্ব ও সরকারি ব্যয় সরকারি বাজেটের দুইটি উপাদান ও সরকারের আর্থিক নীতির গুরুত্বপূর্ণ উপকরণ। রাজস্ব আদায় করা একটি সরকারের সবচেয়ে প্রাথমিক কাজগুলির একটি, কেননা রাজস্ব ছাড়া সরকারি কর্মকাণ্ড পরিচালনা ও সরকারি আইন বলবৎকরণ সম্ভব নয়। রাজস্বের এই চাহিদাই আধুনিক আমলাতান্ত্রিক রাষ্ট্রের বিকাশের একটি প্রধান উপাদান ছিল।[১]
রাজস্ব সরকারের ঋণ ও অর্থ সৃষ্টি থেকে পৃথক একটি ধারণা। শেষোক্ত দুইটি সমাধান ব্যবহার করে সরকার রাজস্ব বৃদ্ধি না করে সাময়িকভাবে সরকারের অর্থের যোগান বৃদ্ধি করতে পারে।সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব ও উন্নয়নমূলক -এই দুই রকমের ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকে।
উৎস
[সম্পাদনা]একটি সরকার বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করতে পারে। স্থানকালভেদে এগুলি ভিন্ন হতে পারে। আধুনিক যুগে এসে কর বাবদ রাজস্ব একটি সরকারের রাজস্বের প্রধান উৎসে পরিণত হয়েছে।[১] ওইসিডি দ্বারা স্বীকৃত করের প্রকারভেদগুলির মধ্যে আছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ও মুনাফার উপর কর (যার মধ্যে আয়কর ও পুঁজিবৃদ্ধি কর অন্তর্ভুক্ত), সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান, বেতনের উপর কর, সম্পত্তির উপর কর (যার মধ্যে সম্পদ কর, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির উপর কর ও উপহারের উপর কর অন্তর্ভুক্ত), এবং পণ্য ও সেবার উপর কর (যার মধ্যে মূল্য সংযোজন কর, বিক্রয় কর, অভ্যন্তরীণ শুল্ক ও শুল্ক অন্তর্ভুক্ত)।[২]
কর-বহির্ভূত রাজস্বের মধ্যে রয়েছে সরকারি মালিকানাধীন কর্পোরেশনগুলির আয়, কেন্দ্রীয় ব্যাংকের আয়, অর্থদণ্ড বা জরিমানা, সম্মানী, সম্পদ বিক্রয়, এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহ থেকে বাহ্যিক ঋণ হিসেবে প্রাপ্ত মূলধন।[তথ্যসূত্র প্রয়োজন] উন্নয়নশীল দেশগুলির জন্য বৈদেশিক সাহায্য রাজস্বের একটি প্রধান এবং কদাচিৎ একমাত্র উৎস।[১]
রাজনীতি
[সম্পাদনা]বেশিরভাগ সরকারের একজন অর্থমন্ত্রী থাকে যিনি রাজস্ব দেখাশোনা করেন। সরকারের একটি পৃথক রাজস্ব বিভাগ থাকতে পারে, যেটি রাজস্ব আদায়ের কাজে নিবেদিত থাকে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Bräutigam, Deborah (২০০২)। "Building Leviathan: Revenue, State Capacity and Governance"। IDS Bulletin। Institute of Development Studies। 33 (3)।
- ↑ "Definition of Taxes" (পিডিএফ)। OECD। এপ্রিল ১৯, ১৯৯৬। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০২২।
সরকার-বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
অর্থসংস্থান-বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |