মোহাম্মদ সেলিম (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. মোহাম্মদ সেলিম
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪০
সিরাজগঞ্জ
মৃত্যু২২ জানুয়ারি ২০১৫
লন্ডন
নাগরিকত্ববাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কমোহাম্মদ নাসিম (ভাই)
তানভীর শাকিল জয় (ভাতিজা)
পিতামাতাক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী
আমেনা মনসুর

ড. মোহাম্মদ সেলিম (১৯৪০-২০১৫) বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ এবং সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ছিলেন। তিনি ১৯৯৬ সালের উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

মোহাম্মদ সেলিম ১৯৪০ সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী[৩] এবং মাতা আমেনা মনসুর।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের উপ-নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-১সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচন করে তিনি মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হয়েছিলেন।[১]

পারিবারিক জীবন[সম্পাদনা]

মোহাম্মদ সেলিম পারিবারিক জীবনে বিবাহিত ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলের নাম শেহেরিন সেলিম রিপন। তিনি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই ছিলেন।

মৃত্যু[সম্পাদনা]

মোহাম্মদ সেলিম ২২ জানুয়ারি ২০১৫ সালে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ড. মোহাম্মদ সেলিম আর নেই"সমকাল। ২০১৯-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  2. "সাবেক এমপি মোহাম্মদ সেলিম আর নেই"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ 
  3. "বাবার শেষ নিঃশ্বাসের উত্তাপ এখনও পাই: মোহাম্মদ নাসিম"। টুকে মিডিয়া লিমিটেড। বাংলা ট্রিবিউন। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৬ 
  4. "কাজীপুরে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের নামাযে জানাযা অনুষ্ঠিত"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]