ভল্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভল্লা
Knight
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Lebadea
প্রজাতি: L. martha
দ্বিপদী নাম
Lebadea martha
(Fabricius, 1787)[১]

ভল্লা[২](বৈজ্ঞানিক নাম:Lebadea martha(Fabricius)) এক প্রজাতির মাঝারী আকারের উজ্জ্বল তামাটে বাদামী রঙের প্রজাপতি। এরা নিমফ্যালিডি গোত্র ও লিমেনিটিডিনি[৩] উপগোত্রের সদস্য।।

আকার[সম্পাদনা]

ভল্লা এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৬২-৭৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]

উপপ্রজাতি[সম্পাদনা]

এখনও পর্যন্ত ভল্লা প্রজাপতিদের ১২টি উপপ্রজাতি চিহ্নিত করা গেছে। [১]

  • L. m. attenuata (Moore, 1878)
  • L. m. distincta (Corbet, 1942)
  • L. m. ismene (Doubleday, 1848)
  • L. m. malayana (Fruhstorfer, 1902)
  • L. m. martha (Fabricius, 1787)
  • L. m. moorei (Hall, 1930)
  • L. m. natuna (Fruhstorfer, 1902)
  • L. m. nebula (Chou, Zhang & Xie, 2000)
  • L. m. paduka (Moore, 1857)
  • L. m. parkeri (Eliot, 1978)
  • L. m. sumatrensis (Staudinger, 1886)
  • L. m. wallacei (Moore, 1898)

ভারতে প্রাপ্ত ভল্লার এর উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত ভল্লার উপপ্রজাতি হল-[৪]

  • Lebadea martha martha (Fabricius, 1787) – Thai Knight

বিস্তৃতি[সম্পাদনা]

ভারত (সিকিম থেকে অরুনাচল প্রদেশ, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ এর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা) নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৫]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

স্ত্রী-পুরুষ উভয় প্রকারের ডানার উপরিতল তামাটে লাল অথবা তামাটে বাদামী বর্ণের হয়। উভয় ডানা জুড়ে সাদা ডিসকাল বন্ধনী তীর্যকভাবে বিস্তৃত। উক্ত বন্ধনীটি কোস্টার দিকে বাঁকানো। সামনের ডানায় এবং পিছনের ডানার উপরিপৃষ্ঠে ডিসকাল সাদা বন্ধনীর বহিঃপ্বার্শ বরাবর যথাক্রমে একসারি সাদা চন্দ্রাকৃতি দাগ এবং কালো চন্দ্রাকৃতি (crescents) বিদ্যমান। সামনের ডানার শীর্ষভাগ সাদা ছোপযুক্ত এবং গোলাকৃতি ও অভিক্ষিপ্ত (produced), শীর্ষভাগের নীচে অবতলাকৃতি (concave)। স্ত্রী প্রকারের সামনের ডানার শীর্ষভাগের সাদা অংশ পুরুষের তুলনায় কম প্রকট এবং আকারে বড়।[৬]

আচরণ[সম্পাদনা]

এই প্রজাতির বিচরণ নিচু উচ্চতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তরাই অঞ্চলেও এদের গতিবিধি লক্ষনীয়। এদের উড়ান দুর্বল এবং ধীর এবং মাঝেমধ্যেই পাতায় ডানা মেলে সূর্যকিরন উপভোগ করতে দেখা যায়। এরা ফুলের মধু পান করতে ভালোবাসে। পুরুষরা কলহপ্রবন প্রকৃতির। সাধারনত আগষ্ট থেকে নভেম্বর পর্যন্ত এদের বিচরণ চোখে পড়ে। সিকিম অঞ্চলে বসন্তকালে এদের দর্শন মেলে।[৭]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Lebadea Felder, 1861" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা ২১৩। 
  3. Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg ১৭৬.
  4. "Lebadea martha (Fabricius, 1787) – Knight"Butterflies of India। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  5. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা ৪১৪। আইএসবিএন 9789384678012 
  6. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 380। আইএসবিএন 978 019569620 2 
  7. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 99।