রাজলক্ষ্মী ও শ্রীকান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজলক্ষ্মী ও শ্রীকান্ত
পরিচালকহরিদাস ভট্টাচার্য
প্রযোজক
  • কানন ভট্টাচার্য বা কানন দেবী
চিত্রনাট্যকারহরিদাস ভট্টাচার্য
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 
শ্রীকান্ত
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকজি. কে. মেহেতা
সম্পাদকসন্তোষ গাঙ্গুলী
প্রযোজনা
কোম্পানি
শ্রীমতি পিকচার্স
পরিবেশকশ্রীমতি পিকচার্স
মুক্তি২৮ ফেব্রুয়ারি, ১৯৫৮[১]
দেশভারত
ভাষাবাংলা

রাজলক্ষ্মী ও শ্রীকান্ত হরিদাস ভট্টাচার্য পরিচালিত ১৯৫৮ সালের ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হরিদাস ভট্টাচার্য। এতে দুই নাম ভূমিকায় অভিনয় করেছেন সুচিত্রা সেন (রাজলক্ষ্মী) এবং উত্তম কুমার (শ্রীকান্ত)।[২] অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রেবা দেবী, রাজলক্ষ্মী দেবী, রমা দেবী, তুলসী চক্রবর্তী, জহর রায়, হরিধন মুখোপাধ্যায়, অনিল চ্যাটার্জী প্রমুখ।

কুশীলব[সম্পাদনা]

  • সুচিত্রা সেন - রাজলক্ষ্মী
  • উত্তম কুমার - শ্রীকান্ত
  • রেবা দেবী - রাজলক্ষ্মীর মা
  • রাজলক্ষ্মী দেবী - মামিমা
  • রমা দেবী - মতিবাঈ
  • বেলা দেবী
  • ভারতী দত্ত
  • অজন্তা কর
  • ঊষা দেবী
  • গীতা
  • বুলবুল
  • তুলসী চক্রবর্তী - রতন
  • জহর রায় - সাধুজী
  • হরিধন মুখোপাধ্যায় - চাটুজ্জে
  • অনিল চ্যাটার্জী - মহেন্দ্র
  • শিশির বটব্যাল - ডাক্তার
  • নৃপতি চট্টোপাধ্যায়
  • কমল মিশ্র
  • শান্তি ভট্টাচার্য
  • দ্বিজু ভাওয়াল - বঙ্কু (অতিথি চরিত্রে)

সঙ্গীত[সম্পাদনা]

রাজলক্ষ্মী ও শ্রীকান্ত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও গীত রচনা করেছেন জ্ঞানপ্রকাশ ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন কৃষ্ণা গাঙ্গুলী, শ্যাম গুপ্ত, জ্ঞানপ্রকাশ ঘোষ ও ডি এম মিথলিয়া।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজলক্ষ্মী ও শ্রীকান্ত"গোমোলো। ১১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ 
  2. ইকবাল, নাইর (১৭ জানুয়ারি ২০১৪)। "চিরদিনের উত্তম-সুচিত্রা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]