জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল
সরকারি সংস্থা রূপরেখা
গঠিত২২ মে ২০১৯ (2019-05-22)
সরকারি সংস্থা নির্বাহী
মূল বিভাগমন্ত্রিপরিষদ বিভাগ

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়াদি নিয়ে কাজ করে।[১][২] সংস্থাটি দেশের পরিস্থিতি মূল্যায়ন ও পর্যালোচনা করে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটিকে প্রতিবেদন দিয়ে থাকে। সংস্থাটির প্রথম ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হলেন আছাদুজ্জামান মিয়া যাকে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর নিয়োগ প্রদান করা হয়।[৩] একই বছরের ২২ মে সংস্থাটি গঠিত হয়।

কাঠামো[সম্পাদনা]

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল একজন প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোট ৮ জনকে নিয়ে গঠিত। সেলের বাকী সদস্যগণ হলেন, প্রধান নির্বাহীর স্টাফ অফিসার, এন.এস.আই এর এডিশনাল ডিরেক্টর, সহকারী প্রোগ্রামার, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও তিনজন গাড়িচালক।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে কাজ করবে নিরাপত্তা সেল"www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯ 
  2. Correspondent, Senior। "DMP chief Asaduzzaman Mia made CEO of National Security Affairs Cell"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯ 
  3. "Asaduzzaman made CEO of national security cell"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯ 
  4. "অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে কাজ করবে নিরাপত্তা সেল"www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯