জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল
![]() | |
সরকারি সংস্থা রূপরেখা | |
---|---|
গঠিত | ২২ মে ২০১৯ |
সরকারি সংস্থা নির্বাহী |
|
মূল সংস্থা | মন্ত্রিপরিষদ বিভাগ |
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়াদি নিয়ে কাজ করে।[১][২] সংস্থাটি দেশের পরিস্থিতি মূল্যায়ন ও পর্যালোচনা করে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটিকে প্রতিবেদন দিয়ে থাকে। সংস্থাটির প্রথম ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হলেন আছাদুজ্জামান মিয়া যাকে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর নিয়োগ প্রদান করা হয়।[৩] একই বছরের ২২ মে সংস্থাটি গঠিত হয়।
কাঠামো[সম্পাদনা]
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল একজন প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোট ৮ জনকে নিয়ে গঠিত। সেলের বাকী সদস্যগণ হলেন, প্রধান নির্বাহীর স্টাফ অফিসার, এন.এস.আই এর এডিশনাল ডিরেক্টর, সহকারী প্রোগ্রামার, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও তিনজন গাড়িচালক।[৪]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে কাজ করবে নিরাপত্তা সেল"। www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯।
- ↑ Correspondent, Senior। "DMP chief Asaduzzaman Mia made CEO of National Security Affairs Cell"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯।
- ↑ "Asaduzzaman made CEO of national security cell"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯।
- ↑ "অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে কাজ করবে নিরাপত্তা সেল"। www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।