পল মর্ফি
পল মর্ফি | |
---|---|
পূর্ণ নাম | পল চার্লস মর্ফি |
দেশ | যুক্তরাষ্ট্র |
বিশ্ব চ্যাম্পিয়ন | ১৮৫৮–১৮৬২ (Unofficial) |
পল চার্লস মর্ফি (ইংরেজি: Paul Charles Morphy,২২শে জুন, ১৮৩৭ - ১০ই জুলাই, ১৮৮৪) একজন মার্কিন দাবাড়ু। তিনি তার সময়ের শ্রেষ্ঠ দাবাড়ু এবং অপ্রাতিষ্ঠানিক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয়েছিলেন।
মর্ফি মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলোনজো মাইকেল মর্ফি এবং মায়ের নাম লুইজ তেরেজ ফেলিসিতে থেলসিদ ল্য কার্পঁতিয়ে। পল চার্লস মর্ফি বাবা আলোনজো মাইকেল মর্ফি ছিলেন আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক। চাচা আর্নেস্ট মর্ফি ছিলেন অন্যতম ব্যবসায়ী। তারা ছিল আমেরিকার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারগুলোর একটি। শৈশব থেকেই মর্ফির প্রতিভা ছিল অনন্যসাধারণ। মাত্র চার বছর বয়সে লিখতে ও পড়তে পারতেন। বাল্যকাল থেকেই ইংরেজির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ, ইতালিয়ান ও ল্যাটিন ভাষায় কথা বলতে পারতেন। মাত্র ১৭ বছর বয়সে গণিত এবং দর্শনে অনার্স সম্পন্ন করেন। আঠারো বছর বয়সে রেকর্ড নাম্বার পেয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে মাত্র ২০ বছর বয়সে ৩য় স্নাতক হিসেবে আইনবিদ্যায় স্নাতক শেষ করেন। আইনজীবী হিসেবে কাজ করতে ন্যূণতম যে বয়স দরকার তাঁর আগেই মর্ফি লুইজিয়ানার পুরো সিভিল কোড মুখস্ত বলতে পারতেন। তবে মর্ফি আইনজীবী হিসেবে পরিচিত না। মর্ফিকে সবাই চেনে একজন দাবাড়ু হিসেবে।
তার কাকা আরনেস্ট মর্ফি-র মতে, পল অন্য কারও কাছ থেকে নয়, বরং অন্যদের দেখে দেখে দাবা খেলা শিখেছেন। [১]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |