গোল-ই-আফরোজ কলেজ
অবয়ব
গোল আফ্রোজ সরকারি ডিগ্রী কলেজ | |
---|---|
অবস্থান | |
সিংড়া | |
স্থানাঙ্ক | ২৪°৩০′ উত্তর ৮৮°৫৯′ পূর্ব / ২৪.৫০০° উত্তর ৮৮.৯৮৩° পূর্ব |
তথ্য | |
ধরন | ১৯৮৬ থেকে সরকারি |
নীতিবাক্য | পড় তোমার রব-এর নামে |
প্রতিষ্ঠাকাল | ১৯৭০ সরকারিকরণ ১৯৮৬ |
প্রতিষ্ঠাতা | সিংড়ানাটোর পরিবার |
বিদ্যালয় বোর্ড | রাজশাহী শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | নাটোর |
ইআইআইএন | ১২৪৩১২ |
শ্রেণি | স্নাতক (সম্মান) |
গোল-ই-আফরোজ সরকারি কলেজ বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলায় অবস্থিত একটি আবাসিক সহশিক্ষা সংবলিত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৬ সালে সরকারিকৃত করা হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]রাজশাহীর সিংড়া-নাটোর পরিবারের একজন সদস্য এবং গুলবদন বেগম ও সামেজ উদ্দীন আহমদের কন্যা বেগম গোল-ই-আফরোজের নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। তিনি নাটোরের শেষ জমিদার জালালউদ্দীন মির্জার নাতনী এবং এম এম রহমতউল্লাহ্র স্ত্রী।[২]
এটি ঐতিহ্যবাহী সিঙ্গনাটোর পরিবারের একটি বেসরকারি কলেজ হলেও, ১৯৮৬ সালে, তখনকার রাষ্ট্রপতি ও সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদ এটিকে সরকারীকরণ করেন। তখন থেকেই এটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।
চিত্রশালা
[সম্পাদনা]অধিক পঠন
[সম্পাদনা]- প্রতিষ্ঠা পরিচিতি: গোল-ই-আফরোজ ডিগ্রী কলেজ, ১৯৯৬।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh Daily Needs"। ২১ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৩।
- ↑ প্রতিষ্ঠা পরিচিতি: গোল-ই-আফরোজ ডিগ্রী কলেজ, ১৯৯৬। পৃষ্ঠা ৩০।
বহি:সংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে গোল-ই-আফরোজ কলেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে।