ক্রিশ্চিয়েন রিমন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিশ্চিয়েন রিমন
Christiane Reimann
জন্ম৬ মে ১৮৮৮
মৃত্যু১২ এপ্রিল ১৯৭৯
সিরাকিউস, সিসিলি
জাতীয়তাইতালীয়
পেশানার্সিং
মেডিকেল কর্মজীবন

ক্রিশ্চিয়েন রিমন (৬ মে ১৮৮৮ - ১২ এপ্রিল ১৯৭৯) একজন ডেনিশ নার্স ছিলেন। তিনি কোপেনহেগেনে জন্মগ্রহণ করেছিলেন। সেবিকা হিসেবে স্নাতক ডিগ্রি অর্জনকারী প্রথম ডেনিশ নার্স হওয়ার কারণে তাকে বিশেষভাবে স্মরণ করা হয়। তিনি আন্তর্জাতিক কাউন্সিল অফ নার্সেসের (আইসিএন) প্রথম বেতনভুক্ত সচিব (নির্বাহী সচিব) ছিলেন।[১] নার্সিংয়ের জন্য আইসিএন-এর পক্ষ থেকে সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি ক্রিশ্চিয়েন রিমনকে উচ্চ সম্মানে প্রতিষ্ঠিত করেছিল। রিমন আইসিএন-এর অফিশিয়াল জার্নাল ও International Nursing Review লেখালেখি করেছিলেন।[২] ১৯৭৯ সালে সিরাকিউস, সিসিলিতে তিনি মৃত্যু বরন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Malchau, Susanne। "Christiane Reimann (1888-1979)" (Danish ভাষায়)। kvinfo। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬ 
  2. "Christiane Reimann Prize 2017"। International Council of Nurses। ১৭ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০