কাতারা সাংস্কৃতিক গ্রাম
কাতারা (আরবি: كتارا) কাতারের দোহায় অবস্থিত একটি সাংস্কৃতিক গ্রাম। এটা আল্লউউলুয়া কাতার দ্বীপ ও পশ্মিম উপসাগরের মাঝামাঝি পূর্ব উপকূল এলাকায় অবস্থিত। ২০১০ সালের অক্টোবরে দোহার ত্রিবেকা চলচ্চিত্র উৎসবের সময় এটাকে খুলে দেওয়া হয়, এবং এরপর থেকে প্রত্যাক বছর এখানেই এ উৎসবের আয়োজন হয়। [১]
ব্যুৎপত্তি
[সম্পাদনা]১৮ শতকের আগে বর্তমান কাতার ''কাতারা'' ঐতিহাসিক নামে পরিচিত ছিলো।[২] ভূগোলবিদ ক্লডিয়াস টলেমিয়াস ১৫০ খ্রিস্টাব্দে কাতার উপদ্বীপকে 'কাতারা' হিশেবে উল্লেখ করেন। [৩]
সাধারণ ধারণা
[সম্পাদনা]অনেকগুলো কাতারি সংগঠণের অপিস কাতারা অঞ্চলে, যার মধ্যে কাতারি সোসাইটি ফর ইঞ্জিনিয়ার্স, কাতার ফাইন আর্টস সোসাইটি, ভিজুয়াল আর্ট সেন্টার, চাইল্ডহুড কালচারাল সেন্টার, থিয়েটার সোসাইটি এন্ড কাতার মিউজিক অ্যাকাডেমিসহ আরও কিছু সংগঠন রয়েছে। [১] কাতার জাদুঘর কর্তৃপক্ষ জনগনের জন্য উন্মুক্ত কিউএমএ আর্ট গ্যালারি নিয়ন্ত্রণ করে।[৪] দেশটির সাংস্কৃতিক ও স্থাপত্যরীতির ঐতিহ্যকে তুলে ধরতে এখানে দালান ও অন্যান্য সুবিধাসমূহ প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যরীতির কথা মাথায় রেখে সাজানো হয়েছে। [৫]
ব্যবস্থাপনা
[সম্পাদনা]ডাক্তার খালিদ বিন ইবরাহিম আল-সুলাইতি কাতারা সাংস্কৃতিক গ্রামের মহাপরিচালক হিশেবে দায়িত্বরত আছেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Katara set for soft opening"। গালফ টাইমস। ১৬ অক্টোবর ২০১০। ১৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Katara is a link to Qatar's historical and cultural roots"। দি পেনিনসুলা। ২ ডিসেম্বর ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৫।
- ↑ "কাতারা সম্পর্কে"। www.katara.net।
- ↑ "QM Gallery Katara"। কাতার জাদুঘর। ২৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- ↑ "আমাদের সম্পর্কে"। কাতারা। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- ↑ "Katara appoints Dr Khalid Ibrahim Al Sulaiti as GM"। দি পেনিনসুলা। ২২ অক্টোবর ২০১২। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫।