এটলাস পর্বতমালা
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জানুয়ারি ২০১৫) |
এটলাস পর্বতমালা | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
শিখর | Toubkal, Morocco |
উচ্চতা | ৪,১৬৭ মিটার (১৩,৬৭১ ফুট) |
তালিকাভুক্তি | |
স্থানাঙ্ক | ৩১°০৩′৪৩″ উত্তর ০৭°৫৪′৫৮″ পশ্চিম / ৩১.০৬১৯৪° উত্তর ৭.৯১৬১১° পশ্চিম |
মাপ | |
দৈর্ঘ্য | ২,৫৫০ কিমি (১,৫৮০ মা) |
প্রস্থ | ৩০০ কিমি (১৯০ মা) |
ভূগোল | |
দেশ | আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়া |
ভূতত্ত্ব | |
শিলার বয়স | প্রাক্-ক্যাম্ব্রিয়ান |
এটলাস পর্বতমালা (বারবার: ⵉⴷⵓⵔⴰⵔ ⵏ ⵓⴰⵟⵍⴰⵙ[১] - idurar n Waṭlas, আরবি: جبال الأطلس, ক্লাসিক্যাল আরবি: Daran; dýrin) আফ্রিকার উত্তরপশ্চিম প্রান্তে আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়ার প্রায় ২,৫০০ কিমি (১,৬০০ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত একটি পর্বতশ্রেণী। এর সর্বোচ্চ শৃঙ্গ তৌবকাল (Toubkal) এর উচ্চতা ৪,১৬৫ মিটার (১৩,৬৬৫ ফুট) এবং এটি দক্ষিণপশ্চিম মরক্কোতে অবস্থিত। এটলাস পর্বতমালা ভূমধ্যসাগর এবং আটলান্টিকের উপকূলকে সাহারা মরুভূমি থেকে আলাদা করেছে। এটলাস পর্বতমালায় প্রধানত বারবার জাতিগোষ্ঠীর বাস। কিছু কিছু বারবার ভাষায় 'পর্বত' বোঝাতে 'আদরার' (Adrar) এবং 'আর্দ্রাস' (Adras) শব্দগুলো ব্যবহৃত হয়; ধারণা করা হয় এসব শব্দ থেকে এটলাস নামটির উৎপত্তি।