উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/ফাইল স্থানান্তরকারী/২০১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

PIN 712201[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমার সম্পাদনা সংরক্ষণ করা হোক শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ -এই উইকি পেজে। PIN 712201 (আলাপ) ০৯:২৯, ২৯ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারীর কোন ধারণাই নেই তিনি এখানে কেনো আবেদন করেছেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৩, ২৯ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Arian Writing[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

অনেক চিত্র রয়েছে যা বাংলায় স্থানান্তর করা প্রয়োজন, কিন্তু এই অধিকারটি না থাকায় করতে পারছিনা। এছাড়াও কিছু চিত্র রয়েছে যার কোনো উপযুক্ত নাম নির্ধারন করা হয়নি। ঐ সকল চিত্রের উপযুক্ত নাম নির্ধারনের কাজও করতে চাই। আপনাদের সহযোগীতার প্রয়োজন।ধন্যবাদ Arian Writing (আলাপ) ১৭:৫০, ২০ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়নি। বাংলা উইকিতে ইংরেজি নামের ফাইল থাকলে সেটি বাংলাতে করার বাধ্যবাধকতা নেই। চিত্র সংক্রন্ত কাজে আপনার খুব একটা অবদান নেই। এছাড়া, যখন এই অধিকারটি বাংলা উইকিতে আনা হয় তখন খুব সম্ভবত এরকম একটি আলোচনা হয়েছিল যে, অন্য ব্যবহারকারী অধিকারযুক্ত ব্যবহারকারীদের প্রয়োজনীয় ক্ষেত্রে এই অধিকার প্রদাণ করা হবে। অনুগ্রহ করে আপাতত, {{মিডিয়া পুনঃনামকরণ}} ব্যবহার করে নামান্তরের অনুরোধ করুন যদি ভুল দেখতে পান। নামান্তরের সফল আবেদনসমূহ পর্যালোচনা করে পরবর্তিতে এটা দেওয়া যেতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৭, ২০ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Arian Writing[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

পুর্বের অনুরোধের পর পুনরায় অনুরোধ করছি ফাইল মুভার অধিকারটি প্রদান করার বিষয়ে বিবেচনা করার জন্য : বিভিন্ন চিত্র বিষয়ে অবদান রাখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বিভিন্ন চিত্রের সংশোধ বিষয়ক কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি গর্বিত, ভবিষ্যতে আরো সংশোধনের কাজ করতে চাই । বাংলা উইকিপিডিয়াতে অনেক চিত্র শুধু মাত্র কপি পেস্ট করে আপলোড করা হয়েছে যা বাংলা উইকিপিডিয়ার একটি সুন্দর শৈলী ও বিন্যাস কে নষ্ট করছে। যদিও পুর্বের অনুরোধে আপনি উল্লেখ করেছিলেন,বাংলা উইকিতে ইংরেজি নামের ফাইল থাকলে সেটি বাংলাতে করার বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি মনে করি বাংলা উইকিপিডিয়ায় ইংরেজির থেকে বাংলা নাম করনের বিষয়কে আপনি বেশি প্রাধান্য দেবেন। ধন্যবাদ Arian Writing আলাপ ১৪:২৫, ৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য আমি ব্যবহারকারীর সাথে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করছি। বাংলার জায়গায় ইংরেজি নাম থাকলে সমস্যা কি? আর ব্যবহারকারী তো শুধু চিত্রে অপসারণ এর ট্যাগ লাগিয়ে থাকে। তার জন্য এই অধিকারের কী প্রয়োজনীয়নতা আছে দয়া করে ব্যাখা করুন। Sethtalk ০৯:৩৭, ১০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজিতে নাম থাকলে সমস্যা নেই, আমি বলতে চেয়েছি বাংলা উইকিপিডিয়ায় ইংরেজির থেকে বাংলার প্রাধান্য বেশি। শুধু অপসারনের ট্যাগ লাগিয়ে থাকি বলতে আপনি ঠিক কি বুঝাতে চেয়েছেন অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন। Arian Writing (আলাপ) ১৫:০১, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি আরিয়ান, আপনার যে উদ্দেশ্যের কথা বলছেন ফাইল মুভার অধিকারটি তার সাথে যায় না। আপনি বাংলা নামকরণকে বাধ্যবাধকতা করার কথা বলছেন যা আলোচনাভায় আলোচনা করা যেতে পারে কিন্তু ফাইল মুভার অধিকার নিয়ে আপনি এ ধরনের কাজ করা শুরু করতে পারেন না কারণ বাংলা উইকিপিডিয়া বর্তমানে মূল আপলোডকারীর নামকেই প্রাধান্য দেয় যদি না তা মিডিয়ার বিষয়বস্তুর সাথে একেবারেই সামঞ্জস্যহীন না হয়ে থাকে। এমন কী শুধুামাত্র পড়তে বা দেখতে সুন্দর দেখায় এ জন্যও একটি মিডিয়া ফাইল নামন্তর করা নীতিমালাসিদ্ধ নয়। বর্তমান নীতিমালা অনুসারে আপনার আবেদনের কারণ ফাইল মুভার অধিকারের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আবেদনটি ব্যর্থ হিসেবে সমাপ্ত হলো।। — তানভির১০:৪৬, ১০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: আপনি ঠিকি বলেছেন, এখানে যা উল্লেখ করেছি তা ফাইল মুভার অধিকারটির সাথে যায়না। তবে আমার প্রথম আবেদনে আমি তা উল্লেখ করেছি মনে হয় এখানে দেখুন। চিত্র বিষয়ের নীতিমালা সম্পর্কে আমি সচেতন। প্রথম আবেদনের পর, এই আবেদনে আমি অতিরিক্ত বিষয় বস্তুর উল্লেখ করার চেষ্টা করেছিলাম (হয়তো এভাবে আবেদন করা পদ্ধতি ঠিক হয়নি - দুঃখিত )। আশা করছি আপনি আমার প্রথম আবেদনের উল্লেখিত বিষয় সহ পুনরায় বিবেচনা করবেন।ধন্যবাদ Arian Writing (আলাপ) ১৫:২৩, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
অতিরিক্ত মন্তব্য: জনার Seth R এটি কমন্স নয়। বাংলা উইকিতে সাধারণত আমরা বাংলা নামে ফাইল আপলোড করতে পরামর্শ দেই। তবে কেউ যদি ইংরেজি নামে দেন, সেটি তার ব্যাপার। আফতাব (আলাপ) ১৮:৩৫, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]