বিষয়বস্তুতে চলুন

ইউএসএ ১৯৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউএসএ ১৯৩ (এনআরওএল-২১)
২০০৬ সালে ডেল্টা ২ উৎক্ষেপক ইউএসএ ১৯৩ কে উৎক্ষেপণ করছে
সংস্থামার্কিন ন্যাশনাল রিকনেসাঁ অফিস
অভিযানের ধরনগোয়েন্দা উপগ্রহ
স্যাটেলাইটপৃথিবী
উৎক্ষেপণের তারিখ১৪ই ডিসেম্বর, ২০০৬, ২১:০০:০০ ইউটিসি
বাহক রকেটডেল্টা ২ ৭৯২০-১০
অভিযানের ব্যাপ্তিকালউৎক্ষেপণের পরই ব্যর্থ হয়
COSPAR ID২০০৬-০৫৭এ
ভর~২,৩০০ কেজি (~৫,০০০ পাউন্ড)
ক্ষমতাক্লাসিফাইড
Orbital elements
Regimeএলইও
Inclination৫৮.৪৮°
Apoapsis২৬৮ কিমি, ১১ই ফেব্রুয়ারি, ২০০৮ অনুসারে
Periapsis২৫৫ কিমি, ১১ই ফেব্রুয়ারি, ২০০৮ অনুসারে

ইউএসএ ১৯৩ (এনআরওএল-২১ বা এনআরও লাউঞ্চ-২১ নামেও পরিচিত) একটি মার্কিন সামরিক গোয়েন্দা উপগ্রহ। ২০০৬ সালের ১৪ই ডিসেম্বর এটি উৎক্ষেপণ করা হয়।[] এটি ইউনাইটেড লাউঞ্চ অ্যালায়েন্স কর্তৃক উৎক্ষেপণকৃত প্রথম নভোযান ছিল।[] এই কৃত্রিম উপগ্রহটির মালিকানা ছিল মার্কিন ন্যাশনাল রিকনেসাঁ অফিসের হাতে এবং এর গঠন প্রণালী ও উদ্দেশ্য ছিল অনেকটাই গোপনীয়। বিশেষ বিশেষ শ্রেণীর লোকেরাই কেবল এ সম্বন্ধে ভালো জানে।

উৎক্ষেপণের পরপরই এই কৃত্রিম উপগ্রহটির অভ্যন্তরে গোলযোগের সৃষ্টি হয়। অনেক ঝামেলার কথা বিবেচনা করে ২০০৮ সালের ১১ই ফেব্রুয়ারি অবশেষে এটি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলা হয়। এটি ধ্বংস করা হয় বর্তমানে হাওয়াইয়ের পশ্চিমে ভাসমান ইউএসএস লেক এরি নামক যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষিপ্ত এসএম-৩ নামক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।[] এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রচীনের মাঝে বিরাজমান সন্দেহ আরও ঘনীভূত হয়। অনেকেই মনে করেছেন এ ধরনের ধ্বংসলীলা যুক্তরাষ্ট্র, চীনরাশিয়ার মধ্যে সম্ভাব্য মহাকাশ যুদ্ধকে উস্কে দেবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. National Space Science Data Center: USA 193 spacecraft data
  2. "United Launch Alliance set for takeoff - Metro Denver Economic Development Corporation"। ২০০৮। ২০১২-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২২ 
  3. "US shoots down rogue satellite: World: News: News24"। ২০০৮। ২০০৮-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২২ 
  4. "Forbes: A New Space Race?"। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]