বিষয়বস্তুতে চলুন

আলাপ:চিউচাইকৌ উপত্যকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "সংশোধন" অনুচ্ছেদে

সংশোধন[সম্পাদনা]

@রিজওয়ান আহমেদ, মানচিত্র ঠিক করেছি। নিবন্ধটি আরেকবার পড়ে অনুবাদ ঠিকঠাক আছে কিনা তা দেখে নিন। আর শুধু এই নিবন্ধে না, যেকোন নিবন্ধে অতীত বাক্যেকে নিচের অনুসারে লিখুন:

  • হয়েছিলেন → হন,
  • হয়েছিল → হয়,
  • করেছিলেন → করেন,
  • করেছিল → করে
  • হয়েছে → হয়,
  • নিয়েছে → নেয়,
  • পরিয়েছেন → পরান
  • ঘটেছিল - ঘটে ইত্যাদি

উদাহরণস্বরূপ, "১৯৭৯ সালে চীনা সরকার এখানে সকল ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করেছিল এবং ১৯৮২ সালে এলাকাটিকে একটি জাতীয় উদ্যানে পরিণত করেছিল। ১৯৮৪ সালে একটি প্রশাসনিক ব্যুরো প্রতিষ্ঠিত হয়েছিল এবং পর্যটনের জন্য আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল।" লাইনটিকে লিখুন → "১৯৭৯ সালে চীনা সরকার এখানে সকল ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করে এবং ১৯৮২ সালে এলাকাটিকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ১৯৮৪ সালে এটির জন্য একটি প্রশাসনিক ব্যুরো প্রতিষ্ঠা করা হয় এবং পর্যটনের জন্য আনুষ্ঠানিকভাবে স্থানটি খুলে দেওয়া হয়।" (আমি কিছু ভাবানুবাদও করলাম, কারণ ইংরেজি অনুকরণে বাংলা লিখলে বাক্য পড়তে কেমন কেমন অনুভূতি আসে, পড়ে মজা পাওয়া যায় না।) -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৬, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান আচ্ছা।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।ধন্যবাদ। রিজওয়ান আহমেদ (আলাপ) ২২:১৫, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রিজওয়ান আহমেদ: আমার কেন জানি মনে হচ্ছে (:P) আপনি সম্ভবত অনুবাদ করতে গুগল অনুবাদের সাহায্য নিচ্ছেন। যদি তাই হয় আপনি গুগলের বদলে https://www.bing.com/translator ব্যবহার করতে পারেন। গুগল থেকে বিংয়ের অনুবাদ আরেকটু ভালো।
বি.দ্র. আমি আপনাকে যন্ত্রের উপর নির্ভর করতে পরামর্শ দিচ্ছি না। অনুবাদ অবশ্যই সংশোধন করবেন, বাংলার উপযোগী করবেন। অনুবাদ যেন সহজ, সরল, প্রাঞ্জল হয় তা নিশ্চিত করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩৮, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন