আটঘড়িয়া জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আটঘড়িয়া জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানরায়গঞ্জ উপজেলা
শহররায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৭০০
স্বত্বাধিকারীউৎসব নারায়ণ চক্রবর্তী
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

আটঘড়িয়া জমিদার বাড়ি বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

ইতিহাস[সম্পাদনা]

জমিদার বাড়িটি জমিদার উৎসব নারায়ণ চক্রবর্তী ১৭০০ শতাব্দীর দিকে প্রতিষ্ঠা করেছেন। এরপর একাধারে তার বংশধররা উক্ত জমিদারীর জমিদারী পরিচালনা করেছেন। তাদের জমিদারী ছিল র মধ্যে আটঘড়িয়াসহ, রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা এবং শেরপুরে। পরবর্তীতে ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হলে জমিদার বংশধররা ভারতে চলে যান। এরপর এই বাড়িটি পাকিস্তান সরকারের রেভিনিউ অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে। আবশ্যক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জমিদার বংশধর হিমেন্দ্র নারায়ণ চক্রবর্তী এখানে আসেন। পরে আবার ভারতে চলে যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দর্শনীয় স্থান!"। ৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২