অ্যান্থনি ম্যাকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্থনি ম্যাকি
২০১৩ সালের স্যান ডিয়েগো কমিক-কনে ম্যাকি
জন্ম
অ্যান্থনি ডুয়েন ম্যাকি

(1978-09-23) সেপ্টেম্বর ২৩, ১৯৭৮ (বয়স ৪৫)
শিক্ষাজুলিয়ার্ড বিদ্যালয় (বিএফএ)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীশেলেটা চ্যাপিটাল (বি. ২০১৪)
সন্তান

অ্যান্থনি ডুয়েন ম্যাকি (জন্ম সেপ্টেম্বর ২৩, ১৯৭৮)[১][২][৩] হলেন একজন মার্কিন অভিনেতা যিনি বিভিন্ন চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক এবং ব্রডওয়েঅফ-ব্রডওয়ে নাটকে অভিনয় করেন। নাটকগুলির মধ্যে রয়েছে মা রেইনিস ব্ল্যাক বটম, ড্রায়নিং ক্রো, ম্যাকরিলি, অ্যা সোলজার্স প্লে এবং কার্ল হ্যানকক রুক্সের টক এবং টক-এর জন্য তিনি ২০০২ সালে একটি ওবি পুরস্কার অর্জন করেন।

২০০২ সালে, এমিনেম-এর অভিষেককৃত চলচ্চিত্র ৮ মাইল-এ অন্তর্ভুক্ত ছিলেন। ব্রাদার্স টু ব্রাদার্স-এ তার ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারে মনোনীত হন।[৪] তার দ্বিতীয় মনোনয়ন ছিল দ্য হার্ট লকার-এ তার ভূমিকার জন্য ২০০৯ সালে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার

তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফ্যালকন হিসেবে তার ভূমিকার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেন। তিনি এই ভূমিকায় ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স (২০১৪) চলচ্চিত্রে আবির্ভাব হন এবং পরবর্তীতে অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫), অ্যান্ট-ম্যান (২০১৫), ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯)-এর পাশাপাশি আসন্ন ডিজনি+-একচ্ছত্র সীমিত ধারাবাহিক দ্য ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার-এ অভিনয় করেন।

২০১৬ সালের মে মাসে, তিনি এইচবিও-এর টিভি চলচ্চিত্র অল দ্য ওয়ে-এ সহ-অভিনয় করেছেন এবং ২০২০ সালে নেটফ্লিক্সের আল্টার্ড কার্বন-এর দ্বিতীয় মৌসুমে আবির্ভূত হবেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mandell, Jonathan (ফেব্রুয়ারি ২৩, ২০০৩)। "SPRING THEATER: PERFORMANCE; Class Clown Makes Good, Quietly"The New York Times। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১৩ 
  2. Louie, Rebecca (৬ আগস্ট ২০০৬)। "Anthony Mackie goes full tilt in 'Half Nelson'"NY Daily News। ৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬ 
  3. Gajewski, Josh (ডিসেম্বর ২২, ২০০৬)। "Up & Comers: Meet Anthony Mackie"Bangor Daily News। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১৩ 
  4. Maxwell, Erin; Jones, Michael (ডিসেম্বর ২, ২০০৮)। "Film trio feel the Spirit"Variety 

বহিঃসংযোগ[সম্পাদনা]