অস্কার নেইমার
অবয়ব
অস্কার নেইমার | |
---|---|
জন্ম | অস্কার রিবেইর ডি অলমেইদা নেইমার সোরেস ফিলহো ১৫ ডিসেম্বর ১৯০৭ রিও ডি জেনেরিও, ব্রাজিল |
মৃত্যু | ৫ ডিসেম্বর ২০১২[১] রিও ডি জেনেরিও, ব্রাজিল | (বয়স ১০৪)
জাতীয়তা | ব্রাজিলীয় |
মাতৃশিক্ষায়তন | স্কুল অব ফাইন আর্টস (১৯৩৪), ফেডেরাল ইউনিভার্সিটি অব রিও ডি জেনেরিও |
পুরস্কার | ১৯৮৮ প্রিজকার প্রাইজ ১৯৯৮ রিবা রয়্যাল গোল্ড মেডেল |
ভবনসমুহ | ব্রাজিলিয়া ক্যাথেড্রাল ব্রাজিল ন্যাশনাল কংগ্রেস ভবন ল্যাটিন আমেরিকা মেমোরিয়াল |
উল্লেখযোগ্য প্রকল্পসমূহ | কারাকাস মডার্ন আর্ট মিউজিয়াম |
অস্কার রিবেইর ডি অলমেইদা নেইমার সোরেস ফিলহো (ডিসেম্বর ১৫, ১৯০৭ – ডিসেম্বর ৫, ২০১২), সংক্ষেপে অস্কার নেইমার(ইংরেজি: Oscar Niemeyer) নামেই পরিচিত। তিনি একজন স্থপতি এবং ব্রাজিলীয় আধুনিক স্থাপত্য উন্নয়নের অন্যতম অগ্রপথিক।
উল্লেখযোগ্য কাজ
[সম্পাদনা]-
নিতেরয় সমসাময়িক আর্ট মিউজিয়াম, ব্রাজিল
-
অস্কার নেইমার মিউজিয়াম (নভোমিউজিয়া), কুড়িতিবা, ব্রাজিল
-
ব্রাজিলিয়া ন্যাশনাল মিউজিয়াম, ব্রাজিলিয়া, ব্রাজিল
-
কাবো ব্র্যাঙ্কো স্টেশন, ব্রাজিল
-
অস্কার নেইমার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র, স্পেন
-
নাতাল সিটি পার্ক টাওয়ার, ব্রাজিল
-
ব্রাজিলিয়া ক্যাথেড্রাল
সম্মাননা ও পুরষ্কারসমূহ
[সম্পাদনা]- আন্তর্জাতিক লেনিন শান্তি পুরস্কার (১৯৬৩)
- গোল্ডেন লায়ন, ভেনিস বিয়েনেল (ইটালি, ১৯৬৩)
- আমেরিকান স্থপতি ইন্সটিটিউট এর অনারারি সদস্য (১৯৬৩)
- নাইট, লেজিওন অব অনার (ফ্রান্স, ১৯৭০)
- স্থাপত্যে প্রিজকার প্রাইজ (১৯৮৮)[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ অস্কার নেইমার, ব্রাজিলীয় স্থপতি, ১০৪ বছর বয়সে মৃত্যবরণ করেন. বিবিসি. প্রকাশকাল ডিসেম্বর ৬, ২০১২
- ↑ অস্কার নেইমার এর জীবনচরিত, স্থপতি