ব্যবহারকারী:Salim Khandoker

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি সেলিম খন্দকার (ইংরেজি বানানে: Salim Khandoker) বাঙালি, বাংলাদেশী। দেশ ও ভাষা আমার অহংকার। শখ ভ্রমন, ছবি তোলা, পড়া। উইকিপিডিয়ায় বাংলা নিবন্ধ পড়তে গিয়ে সম্পাদনায় আগ্রহী হয়েছি। পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে। চাকরি করতাম। বর্তমানে অবসরপ্রাপ্ত। বাংলা উইকিপিডিয়ান হিসেবে গর্বিত। উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করতে পছন্দ করি।

প্রাপ্ত পদকসমূহ:

চিত্রগ্রাহকের পদক
নিরলসভাবে ফটোগ্রাফিক দক্ষতা দিয়ে ও মানসম্পন্ন চিত্র যোগ করার মাধ্যমে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ স্বরুপ এই পদক দিলাম। নাহিদ হোসেন(আলাপ) ০৩:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
অনুল্লেখ্য সম্পাদনা পদক
আপনার করা ছোট ছোট সম্পাদনাগুলো, বিশেষ করে বানান সংশোধন জাতীয় সম্পাদনাগুলো, বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -- ওয়াকিম (আলাপ) ২২:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
নিরলস অবদানের পদক
আপনি শুরু থেকেই বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের বানান সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদনা করে এই বিশ্বকোষটি সমৃদ্ধ ও মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলছেন। আপনার জন্য শুভ কামনা এবং আপনার অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৩৩, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)

মাইলফলক পদক
১০ হাজার সম্পাদনা পদক

আপনার সম্পাদনাগুলো আসলেই অসাধারণ ছিলো। বাংলা উইকিপিডিয়ায় আপনার মত সম্পাদকের প্রয়োজন ছিলো। আসন্ন ১০ হাজার সম্পাদনার জন্য আপনাকে অগ্রিম অভিনন্দন। আপনার উইকি দ্রুতগামী যাত্রা শুভ হোক। Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১৪:২২, ৩০ নভেম্বর ২০২১ (ইউটিসি)

এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৭ বছর, ১০ মাস ও ২১ দিন

|

বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা

|

|

|

এই অবদানকারী একজন পুরুষ