সাবাহাতিন আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Sabahattin Ali থেকে পুনর্নির্দেশিত)
সাবাহাতিন আলী
সাবাহাতিন আলী
সাবাহাতিন আলী
জন্ম(১৯০৭-০২-২৫)২৫ ফেব্রুয়ারি ১৯০৭
Eğridere, Gümülcine, উসমানীয় সাম্রাজ্য
মৃত্যু২ এপ্রিল ১৯৪৮(1948-04-02) (বয়স ৪১)
Kırklareli, তুরস্ক
পেশালেখক, কবি, সাংবাদিক
ভাষাতুর্কি
জাতীয়তাতুর্কি
নাগরিকত্বতুরস্ক

সাবাহাতিন আলী (ইংরেজি: Sabahattin Ali) (ফেব্রুয়ারি ২৫, ১৯০৭ – এপ্রিল ২, ১৯৪৮) ছিলেন একজন তুর্কি উপন্যাসিক, ছোট-গল্প লেখক, কবি এবং সাংবাদিক।[১]

মৃত্যু[সম্পাদনা]

কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে, তিনি আর্থিক যন্ত্রণা ভোগ করেন। এসময় তার পাসপোর্টের আবেদন ফিরিয়ে দেয়া হয়েছিলো। সম্ভবত ১ অথবা ২ এপ্রিল ১৯৪৮ সালে, বুলগেরিয় সীমান্তে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে জুনের ১৬ তারিখে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সাধারণভাবে মনে হরা হয় সীমান্তে তিনি জাতীয় নিরাপত্তা পরিষেবার সাথে যুক্ত চোরাইচালানকারী আলী এর্তিকিন কর্তৃক খুন হয়েছেন। যাকে অর্থ প্রদান করা হয়েছিলো সাবাহাতিন আলীকে সীমান্ত পার করে দেয়ার জন্যে।[২]

গ্রন্থতালিকা[সম্পাদনা]

ছোট-গল্প[সম্পাদনা]

বছর মূল শিরোনাম বাংলা শিরোনাম
১৯৩৫ Değirmen কল
১৯৩৬ Kağnı গোরুর গাড়ি
১৯৩৭ Ses কণ্ঠস্বর
১৯৪৩ Yeni Dünya নতুন বিশ্ব
১৯৪৭ Sırça Köşk কাচের প্রাসাদ

নাটক[সম্পাদনা]

বছর মূল শিরোনাম বাংলা শিরোনাম
১৯৩৬ Esirler বন্দী

উপন্যাস[সম্পাদনা]

বছর মূল শিরোনাম বাংলা শিরোনাম
১৯৩৭ Kuyucaklı Yusuf কুয়ুচাকের ইউসুফ (তুর্কি জাতীয় টেলিভিশন কর্তৃক কুয়ুচাকলি ইউসুফ নামে একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছিল।)
১৯৪০ İçimizdeki Şeytan শয়তান অভ্যন্তরে
১৯৪৩ Kürk Mantolu Madonna পশম কোটে ম্যাডোনা

কবিতা[সম্পাদনা]

বছর মূল শিরোনাম বাংলা শিরোনাম
১৯৩৪ Dağlar ve Rüzgâr পর্বতমালা এবং বায়ু (দ্বিতীয় সংস্করণ ১৯৪৩)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাবাহাতিন আলী"। idefix.com। ৩০ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০১৪ 
  2. "মৃত্যু"। paperbackswap.com। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]