এসপি ত্রে পেন্নে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(S.P. Tre Penne থেকে পুনর্নির্দেশিত)
ত্রে পেন্নে
পূর্ণ নামসোসিয়েতা পোলিস্পোর্তিভা ত্রে পেন্নে
ডাকনামত্রে পেন্নে
প্রতিষ্ঠিত১৯৫৬
মাঠস্তাদিও ফোন্তে দেল'অভো
ধারণক্ষমতা১,০০০
সভাপতিআন্দ্রেয়া দেলা বালদা
ম্যানেজারস্তেফানো চেচি
লিগকাম্পিওনাতো সাম্মারিনেসে দি কালচো
২০১৮–১৯১ম

এসপি ত্রে পেন্নে হচ্ছে সান মেরিনো শহরে অবস্থিত একটি ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে কাম্পিওনাতো সাম্মারিনেসে দি কালচোর হিরোনে বিতে খেলছে। এই ক্লাব হোম ম্যাচে নীল এবং সাদা রঙয়ের জার্সি এবং অ্যাওয়ে ম্যাচে লাল রঙয়ের জার্সি পরিধান করত। পরবর্তীতে এই ক্লাবের জার্সির রঙ সবুজ করে দেওয়া হয়েছিল।

২০১৩ সালের ৯ই জুলাই মাসে, ত্রে পেন্নে ২০১৩–১৪ উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম বাছাইপর্বের প্রতিযোগিতার দ্বিতীয় লেগে শিরাককে ১–০ গোলে হারিয়ে প্রথম সামারিনীয় দল হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।[১][২]

অর্জন[সম্পাদনা]

২০১১–১২, ২০১২–১৩, ২০১৫–১৬, ২০১৮–১৯
১৯৬৭, ১৯৭০, ১৯৮২, ১৯৮৩, ২০০০, ২০১৭
২০০৫
২০১৩, ২০১৬, ২০১৭

ইউরোপীয় রেকর্ড[সম্পাদনা]

প্রতিযোগিতা ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২০
উয়েফা ইউরোপা লীগ ৩৪
মোট ১৪ ১৩ ৫৪

ম্যানেজার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tre Penne Capitale del calcio sammarinese"। SMTV। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৩ 
  2. UEFA

বহিঃসংযোগ[সম্পাদনা]