উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/রং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রং

রং (আলাপ+ · ট্যাগ করুন · অবদান · অপসারিত অবদান · লগ · ছাঁকন লগ · বাধা দিন · spi বাধা দিন · বাধাদান লগ · কেন্দ্রীয় প্রমাণী · ব্যবহারকারী পরীক্ষা করুন (লগ· তদন্ত করুন)

২২ এপ্রিল ২০২০[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

উপরোক্ত একাউন্ট দুটি থেকে উইকিপিডিয়া অধিকারের আবেদন পাতায় বারংবার অগ্রহণযোগ্য আবেদন করে চলেছেন। এছাড়াও, বিভিন্ন পাতার তথ্য মুছে ফেলা এমনকি বর্তমানে চলমান বিশেষ এডিটাথনের নিবন্ধ তালিকায় ধ্বংসাত্মক সম্পাদনাও করেছেন। তবে, উপরোক্ত একাউন্ট দুটি একই ব্যবহারকারী দ্বারা পরিচালিত হচ্ছে এটা বুঝার অন্যতম একটি কারণ রং নামক একাউন্টের স্বাক্ষর নাঈম আহমেদ এবং Nahimbd~ একাউন্টের User:Nahimbd~/খেলাঘর পাতায়ও নাঈম আহমেদ নামটি উল্লেখ করা আছে। উল্লেখ্য, উপরোক্ত একাউন্ট দুটির আলাপ পাতায় সকপাপেট সম্পর্কে সতর্ক করে দেওয়ার পরও ওনি এসব অগ্রহণযোগ্য সম্পাদনা করে চলেছেন বিধায় তদন্তপাতাটি খোলা হলো। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৩৭, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nahimbd~ একাউন্টটি থেকে অধিকারের আবেদন পাতায় অগঠনমূলক আবেদনে মন্তব্য করায় এবং বর্তমানে চলমান বিশেষ এডিটাথন পাতায় তার ধ্বংসাত্মক সম্পাদনা বাতিলের কারণে সে আজকে আমার ব্যবহারকারী পাতার তথ্য মুছে ফেলেছে, যেটাও ধ্বংসপ্রবণতার শামিল। এই আবেদনটি দ্রুত বিবেচনায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৩৩, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
উপরোক্ত একাউন্ট দুটির ব্যবহারকারী একই যেটি শনাক্ত করার আরেকটি কারণ হলো উভয় একাউন্ট থেকে উইকিপিডিয়া অধিকারের আবেদন পাতায় আবেদনের পাশাপাশি উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/রংউইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/nahimbd~ পাতায়ও আবেদন করেছে। @NahidSultan এবং আফতাবুজ্জামান: ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৩৮, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

নিশ্চিত করা হয়েছে বাধা দেয়া হয়েছে ও ট্যাগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


১৯ জুন ২০২০[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

পূর্বের অ্যাকাউন্টগুলির মতোই, নিজের আলাপ পাতায় একাই কথা বলা, "উইকিপিডিয়া"-কে "ইউকিপিডিয়া" বলে বিভিন্ন জায়গায় মন্তব্য করা, এমনকি অ্যাকাউন্টটির নামের মাঝেও কিছুটা সাদৃশ্য রয়েছে; পূর্বে ব্যক্তির ব্যবহারকারী পাতাগুলিতে নাম দেওয়া ছিল নাঈম, এখানেও Naee-এ কিছুটা মিল রয়েছে। আচরণ এবং সাদৃশ্যগুলিতে বোঝা যায়, অ্যাকাউন্টটি রং-এর সক পাপেট। ~ নাহিয়ান আলাপ ০৯:৫১, ১৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

নিশ্চিত করা হয়েছে বাধা দেয়া হয়েছে ও ট্যাগ করা হয়েছে~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৯, ১৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

৩০ জুন ২০২০[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

এটি স্পষ্টতই রং তথা নাঈম আহমেদ-এর সক পাপেট, তার প্রমাণ এখানে রয়েছে। উনার পূর্বের আচরণগুলো, যেমন: উইকিপিডিয়া-কে ইউকিপিডিয়া বলা, নিজের আলাপ পাতায় একাই কথা বলা ইত্যাদি বৈশিষ্ট্য এখনও বিদ্যমান রয়েছে উনার কর্মে। এছাড়াও তিনি নিজের নাম ইচ্ছা/অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করেছিলেন, ফলস্বরুপ উনাকে চিনতে পারা'টা আরো সহজ হয়ে গেছে। ~ নাহিয়ান আলাপ ১৬:০০, ৩০ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan এবং আফতাবুজ্জামান: ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ~ নাহিয়ান আলাপ ১৮:১৭, ১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

নিশ্চিত করা হয়েছে বাধা দেয়া হয়েছে ও ট্যাগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১২, ২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]