বিষয়বস্তুতে চলুন

কাস্পিয়ান বাঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Panthera tigris virgata থেকে পুনর্নির্দেশিত)

Caspian Tiger
A captive Caspian Tiger, Berlin Zoo 1899
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: Carnivora
পরিবার: Felidae
গণ: Panthera
প্রজাতি: P. tigris
উপপ্রজাতি: P. t. virgata
ত্রিপদী নাম
Panthera tigris virgata
Historical range of the Caspian tiger

কাস্পিয়ান বাঘ বিভিন্ন নামে পরিচিত যেমন, পারস্য বাঘ, তুরানিয়ান বাঘ, মাজান্দারান বাঘ[] অথবা হ্যারিকেনীয়ান বাঘ[]ককেশাস, ইরাক, আফগানিস্তান, তুরস্ক, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরানসোভিয়েত ইউনিয়নের দক্ষিণ প্রদেশে দেখা যেত। এখন এই বাঘের অস্তিত্ব সন্দেহজনক। ১৯৫০ সালে এই বাঘকে বিলুপ্ত ঘোষণা করার পরও এই বাঘের দেখা পাওয়া গেছে বলে জানা যায়[]। বিশেষত তুরস্কদেশে ১৯৯০ সালে অবধি এই বাঘের শিকার হয়েছে বলে জানা যায়। সাইবেরিয়ার বাঘ ও এই বাঘের জিনবৈচিত্রে সামান্য ভিন্নতা রয়েছে। মনে করা নিকট অতীতে এই জীব সাইবেরিয়ার বাঘ থেকে স্বতন্ত্র প্রজাতি রুপে আবির্ভূত হয়েছে।

এই বাঘ আকারে সাইবেরিয়ার বাঘ এর মত বা একটু বড় ছিল।এই বাঘের স্ত্রীটির আকার ছিলো ৮১-৯৫ সে.মি.এবং পুরুষটির আকার ছিলো ৯০-১১০ সে.মি.।এই বাঘের পুরুষটির ওজন ছিলো ২০০-২৪০ কেজি এবং স্ত্রীটির ওজন ছিলো ১৭০-২১০ কেজি।

খাদ্য

[সম্পাদনা]

অন্যান্য বাঘের মত এই বাঘও বিভিন্ন তৃণভোজী জীব শিকার করত। পশুপালনের বিপদ মনে করে এই বাঘের ব্যাপক শিকার হয়। যা এই বাঘকে বিলুপ্তির পথে ঠেলে দেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Iran Daily.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Mazandaran Tiger, Yellow Deer Revived. Jun 25, 2009, Retrieved: 21 August 2009.
  2. Tiger Territory. Retrieved: 21 August 2009.
  3. "The Caspian Tiger at www.lairweb.org.nz"। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০০৭  অজানা প্যারামিটার |dateformat= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]