কাস্পিয়ান বাঘ
Caspian Tiger | |
---|---|
A captive Caspian Tiger, Berlin Zoo 1899 | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | Carnivora |
পরিবার: | Felidae |
গণ: | Panthera |
প্রজাতি: | P. tigris |
উপপ্রজাতি: | P. t. virgata |
ত্রিপদী নাম | |
Panthera tigris virgata | |
Historical range of the Caspian tiger |
কাস্পিয়ান বাঘ বিভিন্ন নামে পরিচিত যেমন, পারস্য বাঘ, তুরানিয়ান বাঘ, মাজান্দারান বাঘ[১] অথবা হ্যারিকেনীয়ান বাঘ[২]। ককেশাস, ইরাক, আফগানিস্তান, তুরস্ক, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান ও সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ প্রদেশে দেখা যেত। এখন এই বাঘের অস্তিত্ব সন্দেহজনক। ১৯৫০ সালে এই বাঘকে বিলুপ্ত ঘোষণা করার পরও এই বাঘের দেখা পাওয়া গেছে বলে জানা যায়[৩]। বিশেষত তুরস্কদেশে ১৯৯০ সালে অবধি এই বাঘের শিকার হয়েছে বলে জানা যায়। সাইবেরিয়ার বাঘ ও এই বাঘের জিনবৈচিত্রে সামান্য ভিন্নতা রয়েছে। মনে করা নিকট অতীতে এই জীব সাইবেরিয়ার বাঘ থেকে স্বতন্ত্র প্রজাতি রুপে আবির্ভূত হয়েছে।
আকার
[সম্পাদনা]এই বাঘ আকারে সাইবেরিয়ার বাঘ এর মত বা একটু বড় ছিল।এই বাঘের স্ত্রীটির আকার ছিলো ৮১-৯৫ সে.মি.এবং পুরুষটির আকার ছিলো ৯০-১১০ সে.মি.।এই বাঘের পুরুষটির ওজন ছিলো ২০০-২৪০ কেজি এবং স্ত্রীটির ওজন ছিলো ১৭০-২১০ কেজি।
খাদ্য
[সম্পাদনা]অন্যান্য বাঘের মত এই বাঘও বিভিন্ন তৃণভোজী জীব শিকার করত। পশুপালনের বিপদ মনে করে এই বাঘের ব্যাপক শিকার হয়। যা এই বাঘকে বিলুপ্তির পথে ঠেলে দেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Iran Daily.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Mazandaran Tiger, Yellow Deer Revived. Jun 25, 2009, Retrieved: 21 August 2009.
- ↑ Tiger Territory. Retrieved: 21 August 2009.
- ↑ "The Caspian Tiger at www.lairweb.org.nz"। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০০৭। অজানা প্যারামিটার
|dateformat=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)