মুহাম্মদ মুন্তারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Mohammed Muntari থেকে পুনর্নির্দেশিত)
মুহাম্মদ মুন্তারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ মুন্তারি
জন্ম (1993-12-20) ২০ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান কুমাসি, ঘানা
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল দুহাইল
জার্সি নম্বর ২৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৪৫, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুহাম্মদ মুন্তারি (আরবি: محمد مونتاري, ইংরেজি: Mohammed Muntari; জন্ম: ২০ ডিসেম্বর ১৯৯৩) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারি ক্লাব আল দুহাইল এবং কাতার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৬ সালে, মুন্তারি কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে ২০১৪ সালে তিনি কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৯ ম্যাচে ১২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুহাম্মদ মুন্তারি ১৯৯৩ সালের ২০শে ডিসেম্বর তারিখে ঘানার কুমাসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

মুন্তারি নিজেদের দেশে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত কাতারের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২] ২৫শে নভেম্বর তারিখে সেনেগালের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুন্তারি ফিফা বিশ্বকাপের ইতিহাসে কাতারের হয়ে প্রথম গোলটি করেছেন।[৩]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
কাতার ২০১৪
২০১৫ ১৩
২০১৬
২০১৭
২০১৯
২০২১ ১৮
২০২২
সর্বমোট ৫০ ১৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Coach Sanchez names Qatar squad for World Cup debut"Qatar Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  3. Molski, Max (২৫ নভেম্বর ২০২২)। "Mohammed Muntari Scores Qatar's First Ever World Cup Goal"RSN। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]