লিসা ভিকারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Lisa Vicari থেকে পুনর্নির্দেশিত)
লিসা ভিকারি
জন্ম (1997-02-11) ১১ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
মিউনিখ, জার্মানী
জাতীয়তাজার্মান
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯–বর্তমান
পরিচিতির কারণডার্ক

লিসা ভিকারি (জন্ম ফেব্রুয়ারি ১১, ১৯৯৭) একজন জার্মান অভিনেত্রী। তিনি নেটফ্লিক্স টিভি সিরিজ ডার্ক-এর মারথা নেলসন চরিত্রটির জন্য ব্যপকভাবে পরিচিত। এছাড়াও তিনি নেটফ্লিক্সের ইজি এবং ওজি সিরিজে অভিনয়ের জন্য খ্যাতি পেয়েছেন।

জীবন[সম্পাদনা]

লিসা ভিকারির জন্ম জার্মানীতে, ১৯৯৭ সালে। তিনি দশ বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করেন এবং প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে তিনি শিশু চলচ্চিত্র হানি এন্ড নান্নি তে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি লুনা নামক চলচ্চিত্রে মূলভূমিকায় অভিনয় করেন যেখানে তার বাবার চরিত্র ছিল একজন রুশ এজেন্ট হিসাবে।[১] তিনি বর্তমানে জার্মানীতে মিডিয়া বিষয়ক পড়াশুনা করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Blochl, Bernhard (ফেব্রুয়ারি ১৬, ২০১৮)। "Mit 21 schon fast Cate Blanchett"Suddeutsche Zeitung (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩০, ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]