বিষয়বস্তুতে চলুন

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডো – পুরুষদের ৮১ কেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Judo at the 2008 Summer Olympics – Men's 81 kg থেকে পুনর্নির্দেশিত)
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ৮১কেজি
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১২ই আগস্ট
জয়ের স্কোর০০১০
পদকবিজয়ী
১ ওলে বিস্কফ  জার্মানি
২ কিম জে-বাম  দক্ষিণ কোরিয়া
৩ তিয়াগো ক্যামিলো  ব্রাজিল
৩ রোমান গোন্টিউক  ইউক্রেন
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
জুডো
পুরুষদের প্রতিযোগিতা মহিলাদের প্রতিযোগিতা
  ৬০ কেজি     ৪৮ কেজি  
৬৬ কেজি ৫২ কেজি
৭৩ কেজি ৫৭ কেজি
৮১ কেজি ৬৩ কেজি
৯০ কেজি ৭০ কেজি
১০০ কেজি ৭৮ কেজি
+১০০ কেজি +৭৮ কেজি

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে পুরুষদের ৮১কেজি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১২ই আগস্ট বেইজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জিমনাসিয়ামে। প্রারম্ভিক পর্ব শুরু হয় বেলা ১২:০০টার সময় (CST)। রেপোশে ফাইনাল, সেমিফাইনাল, ব্রোঞ্জ পদকের লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:০০টার সময়।

পুরুষদের জুডো ওজন শ্রেণীর এই বিভাগ মধ্যমবর্তীয় ওজনের। এই বিভাগে সেই সব প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে যাদের শারীরিক ভর সর্বোচ্চ ৮১কিলোগ্রাম বা তার কম। জুডোর অন্যান্য বিভাগের মত এক্ষেত্রেও লড়াই পাঁচ মিনিটের হয়। যদি দেখা যায় ঐ পাঁচ মিনিটের শেষে দুজনেরই স্কোর সমান সমান, তাহলে আরও পাঁচ মিনিটের সাডেন ডেথ লড়াই হয়। যদি তাতেও দুই জুডোকার কেউ কোনো স্কোর করতে না পারে তাহলে খেলার ফলাফল বিচারকেরা স্থির করেন। সমগ্র টুর্নামেন্ট একক-অপনয়ন পদ্ধতিতে সম্পন্ন হয় যাতে শেষ পর্যন্ত স্বর্ণ পদকের লড়াই হয়। এছাড়া রেপোশে পদ্ধতিতে দুই ব্রোঞ্জ পদক বিজয়ী স্থির করা হয়। সেমিফাইনালিস্টদের কাছে পরাজিত প্রত্যেক জুডোকা রেপোশে রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। সেমিফাইনালে পরাজিত দুজন জুডোকা রেপোশে রাউন্ডের শেষ দুজনের সাথে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অংশ নেয়।

পদকবিজয়ী

[সম্পাদনা]
স্বর্ণ ওলে বিস্কফ
 জার্মানি
রৌপ্য কিম জে-বাম
 দক্ষিণ কোরিয়া
ব্রোঞ্জ তিয়াগো ক্যামিলো
 ব্রাজিল
রোমান গোন্টিউক
 ইউক্রেন

টুর্নামেন্টের ফলাফল

[সম্পাদনা]

ফাইনাল

[সম্পাদনা]
  ফাইনাল
  ওলে বিস্কফ (GER) ০০১০
  কিম জে-বাম (KOR) ০০০০

ম্যাট ১

[সম্পাদনা]
  ৬৪জনের রাউন্ড ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           তিয়াগো ক্যামিলো (BRA) ০১২০  
           তাকাশি ওনো (JPN) ০০০০  
             তিয়াগো ক্যামিলো (BRA) ১০১০  
           হামিদ মালেকমোহাম্মাদি (IRI) ০০০০  
           হামিদ মালেকমোহাম্মাদি (IRI) ১০০০  
           আলজাজ সেডেজ (SLO) ০০০০  
             তিয়াগো ক্যামিলো (BRA) ০০০০  
           ওলে বিস্কফ (GER) ০২০০  
           ফ্র্যাঙ্কলিন সিসনেরোস (ESA) ০০০০  
           ট্রাভিস স্টিভেন্স (USA) ১০১১  
           ট্রাভিস স্টিভেন্স (USA) ০০০১
           ওলে বিস্কফ (GER) ০০১১  
           ওলে বিস্কফ (GER) ০০২০  
           মেহমান আজিজফ (AZE) ০০১১  
             ওলে বিস্কফ (GER) ০০১১
           রোমান গোন্টিউক (UKR) ০০০১
           আলিবেক বাশকায়েভ (RUS) ০০০১
           সাফোয়ান আতাফ (MAR) ১০০০  
           সাফোয়ান আতাফ (MAR) ০০০১
           ইউয়ান বার্টন (GBR) ০০১০  
           ইউয়ান বার্টন (GBR) ০০১০  
           এমানুয়েল লুসেন্তি (ARG) ০০০১  
           ইউয়ান বার্টন (GBR) ০০১০  
           রোমান গোন্টিউক (UKR) ০১২১  
           রোমান গোন্টিউক (UKR) ১০১০       
  সাচা দেনানো (TOG) ০০১১       সাচা দেনানো (TOG) ০০০১       
  শেরালি বোজোরভ (TJK) ০০১০       রোমান গোন্টিউক (UKR) ০১১০
           মারিও ভ্যালেস (COL) ০০০১  
           মারিও ভ্যালেস (COL) ১০১০
           মার্ক অ্যান্থনি (AUS) ০০০০  
      

ম্যাট ২

[সম্পাদনা]
  ৬৪জনের রাউন্ড ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           অ্যান্থনি রডরিগেজ (FRA) ০০০১  
           অস্কার কার্ডেনাস (CUB) ০১১০  
             অস্কার কার্ডেনাস (CUB) ০০০০  
           হুয়াও নেটো (POR) ১০০০  
           এডমন্ড টোপালি (ALB) ০০০০  
  সাবা গাভাশেলিশভিলি (GEO) ০০০০       হুয়াও নেটো (POR) ১০০১  
  হুয়াও নেটো (POR) ১০১০         হুয়াও নেটো (POR) ০০০০  
           কিম জে-বাম (KOR) ০০০১  
           ম্যাথু জাগো (RSA) ০০০০  
           রবার্ট ক্রচিক (POL) ০১২০  
           রবার্ট ক্রচিক (POL) ০০০১
           কিম জে-বাম (KOR) ১১০০  
           কিম জে-বাম (KOR) ০০১১  
           সের্গেই শুন্ডিকভ (BLR) ০০০০  
             কিম জে-বাম (KOR) ০০০১
  ইউসেফ বদরা (TUN) ০০১০       গুইলাউমে এলমন্ট (NED) ০০০০
  সৃজান মরভালজেভিচ (MNE) ০০২০       সৃজান মরভালজেভিচ (MNE) ১০১১
           হোসে বা চামা (GEQ) ০০০০  
           সৃজান মরভালজেভিচ (MNE) ০১১১
           গুও লেই (CHN) ০০০১  
           গুও লেই (CHN) ১১০০  
           ফিডার্ড ভিস (ARU) ০০০০  
           সৃজান মরভালজেভিচ (MNE) ০০০০  
           গুইলাউমে এলমন্ট (NED) ০০১০  
           গুইলাউমে এলমন্ট (NED) ০০০১       
           ডামডিনসুরেঞ্জিন নিয়ামখু (MGL) ০০০০       
           গুইলাউমে এলমন্ট (NED) ১০০১
           গিউসেপ ম্যাডালোনি (ITA) ০০০০  
           আব্দেরামান ব্রেনেস (PUR) ০০০১
           গিউসেপ ম্যাডালোনি (ITA) ০০২০  
      

রেপোশে

[সম্পাদনা]
১ম রাউন্ড   কোয়ার্টার ফাইনাল   সেমিফাইনাল   Bronze medal finals
                           
      ক্যামিলো (BRA) ০০১১         এলমন্ট (NED) ০০০১
  আজিজফ (AZE) ০০০১       স্টিভেন্স (USA) ০০১০           ক্যামিলো (BRA) ১১০০
  স্টিভেন্স (USA) ০২০০         ক্যামিলো (BRA) ০১০০
      বার্টন (GBR) ০০১০  
      বার্টন (GBR) ০১১০
  দেনানো (TOG) ০০০১       ভ্যালেস (COL) ০০০১  
  ভ্যালেস (COL) ০১০০  
 
      নেটো (POR) ০০০০         গোন্টিউক (UKR) ০১১০
  শুন্ডিকভ (BLR) ০০১০       ক্রচিক (POL) ১০০০           নিয়ামখু (MGL) ০১০০
  ক্রচিক (POL) ০০১১         ক্রচিক (POL) ০০০১
      নিয়ামখু (MGL) ১০১০  
      মরভালজেভিচ (MNE) ০০০০
  ম্যাডালোনি (ITA) ০০০০       নিয়ামখু (MGL) ১০০২  
  নিয়ামখু (MGL) ১০০০  

পাদটিকা

[সম্পাদনা]