বিষয়বস্তুতে চলুন

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডো – পুরুষদের +১০০ কেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের +১০০কেজি
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট
জয়ের স্কোর০০১০
পদকবিজয়ী
১ সাতোশি ইশি  জাপান
২ আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ  উজবেকিস্তান
৩ অস্কার ব্রেইসন  কিউবা
৩ টেডি রাইনার  ফ্রান্স
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
জুডো
পুরুষদের প্রতিযোগিতা মহিলাদের প্রতিযোগিতা
  ৬০ কেজি     ৪৮ কেজি  
৬৬ কেজি ৫২ কেজি
৭৩ কেজি ৫৭ কেজি
৮১ কেজি ৬৩ কেজি
৯০ কেজি ৭০ কেজি
১০০ কেজি ৭৮ কেজি
+১০০ কেজি +৭৮ কেজি

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জুডোতে পুরুষদের +১০০কেজি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৫ই আগস্ট বেইজিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জিমনাসিয়ামে। প্রারম্ভিক পর্ব শুরু হয় বেলা ১২:০০টার সময় (CST)। রেপোশে ফাইনাল, সেমিফাইনাল, ব্রোঞ্জ পদকের লড়াই এবং ফাইনাল অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬:০০টার সময়।

পুরুষদের জুডো ওজন শ্রেণীর এই বিভাগ সর্বোচ্চ ওজনের। এই বিভাগে সেই সব প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে যাদের শারীরিক ভর ১০০কিলোগ্রামের বেশি। জুডোর অন্যান্য বিভাগের মত এক্ষেত্রেও লড়াই পাঁচ মিনিটের হয়। যদি দেখা যায় ঐ পাঁচ মিনিটের শেষে দুজনেরই স্কোর সমান সমান, তাহলে আরও পাঁচ মিনিটের সাডেন ডেথ লড়াই হয়। যদি তাতেও দুই জুডোকার কেউ কোনো স্কোর করতে না পারে তাহলে খেলার ফলাফল বিচারকেরা স্থির করেন। সমগ্র টুর্নামেন্ট একক-অপনয়ন পদ্ধতিতে সম্পন্ন হয় যাতে শেষ পর্যন্ত স্বর্ণ পদকের লড়াই হয়। এছাড়া রেপোশে পদ্ধতিতে দুই ব্রোঞ্জ পদক বিজয়ী স্থির করা হয়। সেমিফাইনালিস্টদের কাছে পরাজিত প্রত্যেক জুডোকা রেপোশে রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। সেমিফাইনালে পরাজিত দুজন জুডোকা রেপোশে রাউন্ডের শেষ দুজনের সাথে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অংশ নেয়।

এই প্রতিযোগিতায় রিকার্ডো ব্লাস জু. ছিলেন সর্বোচ্চ ওজনের প্রতিযোগী। তার ওজন ছিল ২১০কেজি। এত বিশালাকৃতি হওয়া সত্বেও প্রথম রাউন্ডেই তিনি পরাজিত হয়ে প্রতিযোগিতার বাইরে চলে যান।

পদকবিজয়ী

[সম্পাদনা]
স্বর্ণ সাতোশি ইশি
 জাপান
রৌপ্য আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ
 উজবেকিস্তান
ব্রোঞ্জ অস্কার ব্রেইসন
 কিউবা
টেডি রাইনার
 ফ্রান্স

টুর্নামেন্টের ফলাফল

[সম্পাদনা]

ফাইনাল

[সম্পাদনা]
  ফাইনাল
  সাতোশি ইশি (JPN) ০০১০
  আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ (UZB) ০০০০

ম্যাট ১

[সম্পাদনা]
  ৬৪জনের রাউন্ড ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           টামেরলান টমেনভ (RUS) ০১০১  
           ডেনিস ভ্যান ডার জিস্ট (NED) ০০০০  
             টামেরলান টমেনভ (RUS) ০২০০  
           প্যান সং (CHN) ০০০০  
           টালান্ট ঝ্যানাগুলভ (KGZ) ০০০১  
           প্যান সং (CHN) ১০০১  
             টামেরলান টমেনভ (RUS) ০০০০  
           সাতোশি ইশি (JPN) ১০০১  
           ইসলাম এল শেহাবি (EGY) ০১২০  
           বার্না বোর (HUN) ০০১০  
           ইসলাম এল শেহাবি (EGY) ০০০০
           সাতোশি ইশি (JPN) ১০০১  
           সাতোশি ইশি (JPN) ১০১১  
           পাওলো বিয়াঞ্চেসি (ITA) ০০০০  
             সাতোশি ইশি (JPN) ১০১১
           লাশা গুজেজিয়ানি (GEO) ০০০০
           পাবলো ফিগুয়েরোয়া (PUR) ০০০১
           থরমোদুর জনসন (ISL) ০০১০  
           থরমোদুর জনসন (ISL) ০০০১
  য়ুরি রাইবাক (BLR) ১০০০       মহম্মদ রেজা রৌদাকি (IRI) ১০০০  
  মাতজাজ সেরাজ (SLO) ০০০০       মহম্মদ রেজা রৌদাকি (IRI) ১০০১  
           য়ুরি রাইবাক (BLR) ০০০১  
           মহম্মদ রেজা রৌদাকি (IRI) ০০০০  
           লাশা গুজেজিয়ানি (GEO) ০০১১  
           জেগুই বাথিলি (SEN) ০০০১       
           ড্যানিয়েল ম্যাককর্মিক (USA) ০০১০       
           ড্যানিয়েল ম্যাককর্মিক (USA) ০০০০
           লাশা গুজেজিয়ানি (GEO) ১০০০  
           লাশা গুজেজিয়ানি (GEO) ০২০০
           রিকার্ডো ব্লাস জু. (GUM) ০০০১  
      

ম্যাট ২

[সম্পাদনা]
  ৬৪জনের রাউন্ড ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           টেডি রাইনার (FRA) ০০১০  
           আনিস চেডলি (TUN) ০০০০  
             টেডি রাইনার (FRA) ১০০০  
           ইয়েল্ডোস ইখসাঙ্গালিয়েভ (KAZ) ০০০০  
           সেমির পেপিক (AUS) ০০০০  
           ইয়েল্ডোস ইখসাঙ্গালিয়েভ (KAZ) ০০২০  
             টেডি রাইনার (FRA) ০০০০  
           আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ (UZB) ০০০১  
           আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ (UZB) ০২১১  
           আন্দ্রিয়াজ টোলজার (GER) ০০০০  
           আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ (UZB) ০০১০
           জানুজ য়োজনারোইক্স (POL) ০০০০  
           বায়ার্জাভখলান মাখগাল (MGL) ০০০০  
           জানুজ য়োজনারোইক্স (POL) ১০০০  
             আব্দুল্লো টাঙ্গ্রিয়েভ (UZB) ১০১০
           অস্কার ব্রেইসন (CUB) ০০১১
           মার্টিন প্যাডার (EST) ১১০০
  জোয়েল ব্রুটাস (HAI) ০০০০       কিম সুং-বাম (KOR) ০০০০  
  কিম সুং-বাম (KOR) ১০০১       মার্টিন প্যাডার (EST) ০০০০
           জোয়াও শ্লিটলার (BRA) ০০১০  
           জোয়াও শ্লিটলার (BRA) ০০১০  
           ইয়েভজেন সোটনিকভ (UKR) ০০০১  
           জোয়াও শ্লিটলার (BRA) ০০০০  
           অস্কার ব্রেইসন (CUB) ১০০০  
           কার্লোস জেগারা (PER) ১০০১       
           স্যান্ড্রো লোপেজ (ARG) ০০০১       
           কার্লোস জেগারা (PER) ০০০০
           অস্কার ব্রেইসন (CUB) ১০০০  
           রুডি হাচাচে (LIB) ০০০০
           অস্কার ব্রেইসন (CUB) ১০১১  
      

রেপোশে

[সম্পাদনা]
১ম রাউন্ড   কোয়ার্টার ফাইনাল   সেমিফাইনাল   ব্রোঞ্জ পদকের লড়াই
                           
      টমেনভ (RUS) ০০১০         ব্রেইসন (CUB) ০২০০
  বিয়াঞ্চেসি (ITA) ০০১০       বিয়াঞ্চেসি (ITA) ০০০০           রৌদাকি (IRI) ০০০০
  এল শেহাবি (EGY) ০০০০         টমেনভ (RUS) ০০০১
      রৌদাকি (IRI) ১০১০  
      রৌদাকি (IRI) ১০০১
  ব্লাস (GUM) ০০১০       ম্যাককর্মিক (USA) ০০০১  
  ম্যাককর্মিক (USA) ০১০০  
 
      রাইনার (FRA) ০০২০         গুজেজিয়ানি (GEO) ০০০০
  টোলজার (GER) ০১০০       টোলজার (GER) ০০১০           রাইনার (FRA) ১০১১
  য়োজনারোইক্স (POL) ০০১০         রাইনার (FRA) ১০০০
      শ্লিটলার (BRA) ০০০০  
      শ্লিটলার (BRA) ১০৩১
  হাচাচে (LIB) ০২০০       হাচাচে (LIB) ০০০০  
  জেগারা (PER) ০১০০  

পাদটিকা

[সম্পাদনা]