ফাইনম্যান চিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Feynman diagram থেকে পুনর্নির্দেশিত)
In this Feynman diagram, an electron and a positron annihilate, producing a photon (represented by the blue wavy line) that becomes a quark-antiquark pair. Then one radiates a gluon (represented by the green spiral).

ফাইনম্যান চিত্র (ইংরেজি: Feynman Diagram) হলো মৌলিক কণিকাসমূহের মধ্যে সংঘটিত বিক্রিয়াসমূহ দেখানোর জন্যে ব্যবহৃত একপ্রকার স্থান-কালিক চিত্র। এর প্রবর্তক রিচার্ড ফাইনম্যান এর নামানুসারে এদের নামকরণ করা হয়েছে। এসব চিত্রে বিক্রিয়ায় সংশ্লিষ্ট ফোটনের গতিপথ দেখানো হয় বক্ররেখা দিয়ে, আর ইলেকট্রন বা অন্যান্য মৌলিক কণিকার গতিপথ দেখানো হয় সরলরেখা দিয়ে। বিক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যেসব ঘটনা বা পরিবর্তন সংঘটিত হয় তা চিত্রের নীচ থেকে উপরদিকে পর্যায়ক্রমিকভাবে প্রদর্শিত হয়।