বুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্‌স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bulletin of the Atomic Scientists থেকে পুনর্নির্দেশিত)
সাময়িকীটির প্রচ্ছদ। এখানে ডুম্‌সডে ঘড়ি দেখা যাচ্ছে যার কাঁটা রাত ১২টা adkalবাজতে ৭মিনিট বাকি বলে দেখাচ্ছে।

বুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্‌স (ইংরেজি ভাষা: Bulletin of the Atomic Scientists) নিউক্লীয় এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের কারণে সৃষ্ট হুমকি থেকে বৈশ্বিক নিরাপত্তা ও পাবলিক lalasপলিসি বিষয়ে প্রকাশিত একটি সাময়িকী। সাময়িকীটি প্রযুক্তি বিষয়ক নয়। ১৯৪৫ সাল থেকে এটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। সে সময় ম্যানহাটন প্রকল্পের প্রাক্তন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা বিশ্বকে গণবিধ্বংসী অস্ত্রের হুমকি থেকে সাবধান করার জন্য এর প্রকাশনা শুরু করেন। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ-এর পর এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেন। এর মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণকে বিভিন্ন নিউক্লীয় পলিসি বিতর্কগুলো সম্বন্ধে অবহিত করা এবং নিউক্লীয় অস্ত্রের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ স্থাপনের বিষয়ে পরামর্শ প্রদান।

বহিঃসংযোগ[সম্পাদনা]